অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৩ বছর বয়সে অলিম্পিক পদক জিতে স্কাই ব্রাউনের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:০৫ পিএম, ৪ আগস্ট ২০২১ বুধবার  

মাত্র ১৩ বছর বয়সে অলিম্পিক পদক জিতে ইতিহাস গড়েছে স্কাই ব্রাউন। গ্রেট ব্রিটেনের হয়ে সর্বকনিষ্ঠ পদক বিজয়ী এখন এই কিশোরী। ৯৩ বছর আগের মার্গেরি হিনটনকে পেছনে ফেলেছে ব্রাউন। 

নারী স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছে ১৩ বছর ২৮ দিন বয়সী স্কাই ব্রাউন। তার স্কোর ছিল ৫৬.৪৭। ৬০. ০৯ স্কোর গড়ে স্বর্ণ জিতেছেন জাপানের সাকুরা ইউসোজুমি। আর ১২ বছর বয়সী কোকোনা হিরাকি ৫৯.০৪ স্কোর করে হয়েছেন দ্বিতীয়। 

অথচ গত বছরের মে মাসে তার বেঁচে থাকাই ছিল বড় বিষয়। ট্রেনিংয়ের সময় দুই র‌্যাম্পের মাঝখানে পড়ে যায় ব্রাউন। মাথার খুলিতে আঘাতের পাশাপাশি বাঁ হাতও ভেঙে যায় তার। সেখান থেকে সুস্থ হয়ে ইতিহাস গড়লো স্কাই ব্রাউন। 

বিবিস স্পোর্টসকে স্কাউ ব্রাউন জানায়, এটা অসাধারণ এক ফাইনাল ছিল। সব মেয়েই এখানে ভালো করছিল। আমার কাছে সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছে। স্বপ্ন সত্যি হয়েছে।