অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বুদ্ধদেব গুহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৭ এএম, ৪ আগস্ট ২০২১ বুধবার  

শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে ফের হাসপাতালে বুদ্ধদেব গুহ

শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে ফের হাসপাতালে বুদ্ধদেব গুহ

চলতি বছরের এপ্রিলে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই কোভিড-পরবর্তী নানা সমস্যায় ভুগছিলেন পশ্চিমবঙ্গের সাহিত্যিক বুদ্ধদেব গুহ। এবার শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে ফের তিনি হাসপাতালে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তিন দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের লেখক। মঙ্গলবার রক্তচাপ কমে যাওয়ায় শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাকে ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। বুদ্ধদেবের কভিড পরীক্ষা করা হয়েছে। তবে সংক্রমণ মেলেনি।

শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া তার লিভার ও কিডনিতে সামান্য সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত সমস্যাতেও ভুগছেন। তবে মূত্রনালীর সংক্রমণই এখন মূল সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব। সেই সময় হোটেলে নিভৃতবাসে থাকার পর তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩৩ দিনের লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন।

বুদ্ধদেব গুহর জন্ম ১৯৩৬ সালের ২৯ জুন ১৯৩৬। বিচিত্রতা অভিজ্ঞতায় ভরপুর তার জীবন। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সব দেশ, কানাডা, আমেরিকা, হাওয়াই, জাপান, থাইল্যান্ড ও পূর্ব আফ্রিকা তার দেখা। পূর্বভারতের বন-জঙ্গল, পশুপাখি ও বনের মানুষের সঙ্গেও তার সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়।

তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশুনা করেন। পেশাগত জীবন শুরু হয়েছিল চাটার্ড অ্যাকাউন্টের মাধ্যমে, এ পেশায় তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন। দিল্লির কেন্দ্রীয় রাজস্ব বোর্ড থেকে পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের উপদেষ্টা বোর্ডের সদস্য নিযুক্ত করেছিল। 

আকাশবাণী কলকাতা কেন্দ্রের অডিশন বোর্ডের সদস্য হয়েছিলেন তিনি এবং কেন্দ্রীয় সরকারের ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য ছিলেন তিনি। এক সময় বামফ্রন্ট আমলে বুদ্ধদেবকে পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ড পশ্চিমবঙ্গ বিভাগের উপদেষ্টা বোর্ড এবং নন্দন উপদেষ্টা বোর্ডের সদস্য করা হয়েছিল।

‘জঙ্গলমহল’ তার প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর অনেক উপন্যাস ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি লেখক হিসেবে খুবই অল্প সময়ে প্রতিষ্ঠা পেয়েছেন। তার বিতর্কিত উপন্যাস ‘মাধুকরী’ দীর্ঘদিন ধরে বেস্টসেলার ছিল। ছোটদের জন্য তার প্রথম বই ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’। ঋজুদা তার সৃষ্ট একটি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। 

আনন্দ পুরস্কার পেয়েছেন ১৯৭৭ সালে। প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ঋতু গুহ তার স্ত্রী। সুকণ্ঠ বুদ্ধদেব গুহ নিজেও একদা রবীন্দ্রসংগীত গাইতেন। পুরাতনী টপ্পা গানে তিনি অতি পারঙ্গম। টিভি ও চলচ্চিত্রে রূপায়িত হয়েছে তার একাধিক গল্প-উপন্যাস।