ফুটবলার বেচে ঘর শূন্য করবে রিয়াল মাদ্রিদ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ১ আগস্ট ২০২১ রোববার
ক্লাব ছেড়ে গেছেন দীর্ঘদিনের সঙ্গী সার্জিও রামোস। রাফায়েল ভারানের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া এখন কিছুদিনের সময় মাত্র। এরমধ্যেই নতুন ঘোষণা দিয়ে বিম্ময় উপহার দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যত নিয়ে নিজের পরিকল্পনা পরিষ্কার করেছেন পেরেজ। জানিয়ে দিয়েছেন পরবর্তীতে মৌসুমে কাকে দলে অপরিহার্য মনে করেন আর কোন ফুটবলারকে বিক্রি করতে জানান।
পেরেজ বলেছেন, নতুন চুক্তি করা ডেভিড আলাবাকে বিক্রি করা হবে না। কোন প্রস্তাব বিবেচনা করা হবেনা করিম বেনজেমা, থিব কর্তোয়া, ভিনুসিয়াস জুনিয়র ও ফেডে ভালভার্দের জন্য। এছাড়া বাকি সবার জন্য প্রস্তাব পাঠাতে পারবে যে কোন ক্লাব।
অর্থাৎ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফারলান্ড মেন্ডি, নাচো ফার্নান্দেজ, দানি কার্ভাহাল, কাসেমিরো, লুকা মডরিচ কিংবা টনি ক্রুজকে ছাড়তেও আপত্তি নেই রিয়াল মাদ্রিদের।
সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্বে থাকা পেরিজ পুরো দল পুনর্গঠন করতে চাইছেন। আর তারজন্য তাকে অনেক ভালো ফুটবলারও ছাড়তে হবে। যেমন ছাড়তে হয়েছে রামোস ও ভারানেকে।
এরমধ্যে মূল দলে ক্লাবের একাডেমি থেকে বিবেচনা করা হচ্ছে মিগুয়েল গুতিয়েরেজ, অ্যান্তনিও ব্লাঙ্কো, মারিও গিলার মতো তরুণ প্রতিভাবনদের।
পুরো দল পুনির্গঠনের বিষয়টি বিস্ময় হয়ে এসেছে ফুটবল বোদ্ধাদের কাছে। তবে ভবিষ্যতে কি হয় তা পুরো বুঝা যাবে ৩১ আগস্ট দলবদলের দরজা বন্ধ হওয়ার পর।