অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চবিতে অনলাইন পরীক্ষা চালু করা এখন সময়ের দাবি: অধ্যাপক জসিমউদ্দীন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, চবি

প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার   আপডেট: ০৬:৪৯ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে অনলাইন পরীক্ষা পদ্ধতি চালু করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ জসীমউদ্দীন।

অনলাইনে পরীক্ষা নিতে প্রয়োজনে একাডেমিক অর্ডিন্যান্স পরিবর্তন বা সাময়িক সংশোধন করার কথা বিবেচনা করার আহবান জানিয়েছেন তিনি।  

ড.মোহাম্মদ জসীমউদ্দীনকে সমর্থনজানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার পোস্টে কমেন্ট করেছেন অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

ওই পোস্টে কমেন্টে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা তাদের বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে অনলাইন পরীক্ষা শুরুর সকল কাজ সম্পন্ন করেছেন বলেও তারা জানান এবং এত প্রাচীন বিশ্ববিদ্যালয় হয়েও কেনো স্টুডেন্ট বান্ধব কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এ ব্যাপারে জানতে চেয়ে তাদের আগ্রহ প্রকাশ করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্ট কে দায়িত্ব দিয়ে অতি দ্রুত অনলাইন পরীক্ষার ব্যবস্থা নেয়ার প্রস্তাবনাও রাখেন প্রফেসর ড.মোহাম্মদ জসীমউদ্দীন।