অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু শনাক্ত প্রায় ২০০

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার  

দেশে করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

দেশে করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

দেশে করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দৈনিক আক্রান্ত শনাক্তের সংখ্যা প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জুলাই) শেষ ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ১৯৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগেরই ১৮১ জন। আর বিভাগের বাইরের ১৩ জন। আগের দিন অর্থাৎ মঙ্গলবার রোগী শনাক্তের সংখ্যা ছিল ১৫৩। গত সোমবার ১৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত এই মাসে ১ হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৬৪৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৬৪২ রোগী। ঢাকার ৪১টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬১৮ জন।

চলতি বছরের জানুয়ারি মাসের শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত রোগী ২ হাজার ২৯২ জন।রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

করোনার মধ্যে ডেঙ্গুর এই বিস্তার নিয়ে উদ্বেগে রয়েছে সরকার। দুই সিটি করপোরেশনের মেয়র জানিয়েছেন, ডেঙ্গু বেড়েছে।

এডিসের উপযোগী পরিবেশ দেখা গেলে ভবনে অভিযান চালিয়ে নানা সময় নগর কর্তৃপক্ষ জরিমানাও করেছে।

ডেঙ্গু ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে। আর অন্য মশার সঙ্গে ডেঙ্গুর ভাইরাসবাহী এডিস মশার পার্থক্য আছে। এই মশাগুলোর জন্ম হয় ঘরের আবদ্ধ পরিবেশে। ফলে নাগরিকরা সচেতন না হলে এই রোগ প্রতিরোধ করা কঠিন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।