‘টাইব্রেকারে’ হেরে দিয়া সিদ্দিকীর বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার
রোমান সানার বিদায়ের পর টোকিও অলিম্পিক আর্চারিতে দিয়া সিদ্দিকীর দিকে তাকিয়ে ছিলেন সবাই। দুর্দান্ত খেলেছিলেন, তবে শেষ পর্যন্ত নারী রিকার্ভ এককের নক আউট পর্বের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেলারুশের জিওমিনস্কায়া কারিনার কাছে হারলেন টাইব্রেকারে (কাগুজে নাম শুট অফ) ।
এতটা ভালো খেলবেন হয়তো চিন্তাও করতে পারেননি দিয়া নিজেই। কারণ র্যাংকিং যে বলছিল সে কথাই। জিওমিনস্কায়ার বিশ্ব র্যাংকিং যেখানে ৩১ সেখানে দিয়ার ১৫৫। তবে লড়াইয়ে সেটা বুঝাই গেলো না। আসলে বুঝতে দিলেন না দিয়া।
প্রথম সেটটা জিতে নেন দিয়াই। প্রথম রাউন্ডে তার ৬, ৯ ও ৮ এর বিপরীতে কারিনা নিতে পেরেছেন ৪, ৯, ৯। পরের সেটেই অবশ্য ঘুরে দাঁড়ান কারিনা। ৯, ৮, আর ৯ তুলে মোট স্কোর করলেন ২৬; জবাবে ৯, ৭, আর ৯ তুলে দিয়া তুলতে পারলেন ২৫। ফলে ম্যাচে আসলো ২-২ সমতা।
তৃতীয় সেটে দুজন তুললেন ২৫ করে। চতুর্থ সেটে দিয়া প্রথম তীরে বুলস আইতে লাগালেও পরের দুই তীরে তুললেন ১৫। অন্যদিকে কারিনা ২৭ তুলে জিতে নেন সেট। শেষ সেটের শুরুর তিরে আবারও দিয়ার 'বুলস আই', দশে দশ। এবার আর পা হড়কালেন না আগের সেটের মতো, পরের দুই তির থেকে তুলে নিলেন ১৭। জবাবে ৮, ৯, আর ৮ তুলে কারিনা তুলতে পারলেন ২৫।
ফলে ৫-৫ সমতার পর শুট অফে গড়ায় ম্যাচ। সে তীরে কারিনা বুলস আইতে লাগিয়ে ১০ তোলার পর দিয়া পান ৯। ফলে এখানেই থামে তার স্বপ্নযাত্রা।