ডেঙ্গু নিয়ে একদিনে সর্বোচ্চ ১২৩ জন হাসপাতালে
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার
গত চব্বিশ ঘণ্টায় অন্তত ১২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে
গত চব্বিশ ঘণ্টায় অন্তত ১২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এটি এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।
সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এর আগে গত শনিবার সর্বোচ্চ ১০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
অধিদপ্তর জানায়, এ বছর মোট এক হাজার ৮০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা মাত্র ৫০ জন।
মোট শনাক্তদের মধ্যে চলতি মাসেই শনাক্ত হয় এক হাজার ৪৩০ জন। গত মাসে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।
তবে, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ৪৬৮ জন এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং আট জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।