“হ তে হাত ধোয়া” “এইচ ফর হ্যান্ডওয়াশিং” : ক্যাম্পেইনে লাইফবয়
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:২১ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার আপডেট: ০২:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার
বাংলাদেশে গত এক দশকেরও বেশি সময় ধরে হাত ধোয়া বিষয়ে শিক্ষা ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়ে আসছে লাইফবয়। এবার ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০’ উপলক্ষ্যে নতুন একটি আন্দোলন শুরু করছে তারা। সেটি হলো এবছর প্রাথমিক শিক্ষায় “এইচ ফর হ্যান্ডওয়াশিং” এবং “হ তে হাত ধোয়া” অন্তর্ভূক্ত করার প্রস্তাব দিয়েছে ব্র্যান্ডটি।
শিশুরা যেভাবে “এ, বি, সি” কিংবা “ক, খ, গ” শেখে, সেটা থেকে অনুপ্রাণিত হয়েই লাইফবয় প্রস্তাব করছে, “এইচ ফর হ্যান্ডওয়াশিং” এবং “হ তে হাত ধোয়া” এর মাধ্যমে বাচ্চাদেরকে সহজেই “এইচ” এবং “হ” শেখানো যেতে পারে।
এই প্রয়াস থেকেই গত ৬ অক্টোবর একটি পিটিশন সাইট চালু করা হয়েছে। যেখানে “এইচ ফর হ্যান্ডওয়াশিং”, “হ তে হাত ধোয়া” আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন লাইফবয় এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর- ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।
এইচ ফর হ্যান্ডওয়াশিং ডটকম (hforhandwashing.com) সাইটে ক্লিক করে আবেদনের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করর জন্য গ্রাহকদেরকে উৎসাহিত করা হয়েছে। প্রতিটি স্বাক্ষর আবেদনের জন্য পাঁচ জন করে শিশুকে হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হবে। এ জন্য একটি জিঙ্গেল ভিডিও প্রকাশ করা হয়েছে। ক্যাম্পেইনটি চলবে বছরখানেক ধরে।
ইউনিলিভার এর স্কিন ক্লিনজিং অ্যান্ড ওরাল কেয়ার এর গ্লোবাল এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট সামির সিং বলেন, “লাইফবয়ে বিশ্বের বৃহত্তম আচরণ পরিবর্তন প্রোগ্রামের মাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে আমরা হাত ধোয়ায় চ্যাম্পিয়ন হয়ে আসছি, সারাবিশ্বে যেটি এক বিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।’
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এর মার্কেটিং ডিরেক্টর আফজাল খান বলেন, “মহামারীর বছরে এবারের “বিশ্ব হাত ধোয়া দিবস”-টি সবাইকে হাত ধোয়ার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়ার জন্য একটি উপযুক্ত সময়।"
এই আন্দোলনকে প্রাণবন্ত করতে গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপের সহযোগিতায় ‘এইচ ফর হ্যান্ড ওয়াশিং’ রিসোর্স পেইজ চালু করেছে লাইফবয়। যেখানে এনজিও, সরকার, বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য মানুষজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে।