অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বর্ণবাদ: ম্যাচ শেষ না করেই জার্মান অলিম্পিক ফুটবল দলের মাঠ ত্যাগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার   আপডেট: ০৬:১৮ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার

ম্যাচ চলাকালীন সময়ে বর্ণবাদের অভিযোগে মাঠ ছেড়েছেন জার্মানির অলিম্পিক দলের ফুটবলাররা। শনিবার (১৭ জুলাই) মূল প্রতিযোগিতা শুরু আগে প্রস্তুতি ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়েন তারা।

হন্ডুরাসের বিপক্ষে চলমান ম্যাচটি ১-১ গোলে সমতা ছিল। কিন্তু ম্যাচের ৫ মিনিট বাকি থাকতেই উঠে যান জার্মান ফুটবলাররা। জার্মানি জাতীয় ফুটবল দলের টুইটারে বিষয়টি নিশ্চিত করা হয়। 

কার বিরুদ্ধে অভিযোগ তা উল্লেখ না করেই জানানো হয়, দর্শক না থাকা এই ম্যাচে দলের ডিফেন্ডার জর্ডান তরুনারিঘা বর্ণবাদের শিকার হয়েছেন।

তরুনারিঘা জার্মান ক্লাব হার্থা বিএসসির হয়ে খেলেন। এর আগেও বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। ২০২০ সালের জানুয়ারিতে শালকে ০৪ এর দর্শকরা তাকে গালি দিলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই তরুণ ডিফেন্ডার।