নিজগ্রামের ভাঙ্গা সড়ক মেরামত কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার আপডেট: ০৫:৩৮ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
ঘটনাটি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের ভেড়াখালী গ্রামের। এই গ্রামের মাঝ দিয়ে চলে যাওয়া প্রায় দুই কিলোমিটার সড়কের মধ্যে কিছু অংশ ছিল খানা-খন্দে ভরা। তার উপর টানা বৃষ্টিতে সড়কে যানবাহন চলাচলে তৈরি হয় বড় ঝুঁকি। খোট-খাটো দুর্ঘটনা ঘটেই চলতো। এই রাস্তাটি গ্রাম থেকে উপজেলায় পৌছানোর অন্যতম পথ।
এই গ্রামের রয়েছে বিশ্ববিদ্যালয়-কলেজে পড়ুয়া শিক্ষার্থী। করোনা ভাইরাসের মহামারীতে তাদের অনেকেই এখন নিজ গ্রামে। চোখের সামনে ছোট বড় দুর্ঘটনা দেখে চুপ থাকতে পারেননি তারা। ঠিক করলেন নিজেরাই মেরামত করে নেবেন নিজেদের গ্রামের মানুষের চলাচলের পথ। যেই ভাবা সেই কাজ। নিজেদের মধ্যে সংগঠিত হতে “ভেড়াখালী যুব উন্নয়ন সংঘ” নামের সংগঠনও তৈরি করে নিলেন। তার মাধ্যমে নিজেদের মধ্যে চললো অর্থ যোগাড়ের প্রয়াস। গঠিত হলো তহবিল।
এরপর তারা লেগে পড়েন ভঙ্গাচোরা রাস্তা মেরামতে। ভাঙ্গা রাস্তা সংস্কারে দুই দিন ধরে এলাকার ২৫ জন যুবককে সকাল বিকাল কাজ করেন। তিন কিলোমিটার দুর থেকে রাস্তা মেরামতের উপকরণ কিনে নিজেরাই বহন করে আনেন। ইটের খোয়া ও বালি দিয়ে বড় বড় খন্দগুলো ভরাট করে দেন। তাতে যানবাহন চলাচলের উপযোগী হয়ে ওঠে সড়কটি।
উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: ইখতিয়ার উদ্দিন, ঢাকা কলেজের ছাত্র মোঃ মঞ্জুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রশীদ। তাদের এই কাজে সহায়তা করেন রাসেল, অনিক, তরিকুল, ইমন, সুলতান, সিফাত, সাইদ, নয়ন, শাইম, অন্তর, হারুন, স্বপন, পারভেজ ও শান্তসহ আরও শিক্ষার্থী। তারা পড়াশোনা করেন স্থানীয় স্কুল কলেজগুলোতে।
এটাই আমাদের অপরাজেয় বাংলার গল্প। দেশের সবখানে এমন হাজারো গল্প রয়েছে। আপনিও জানাতে পারেন আপনার অপরাজেয় বাংলার গল্প। যা প্রকাশ করা হবে aparajeobangla.com এর ওয়েবসাইটে। এবং ফেসবুক, টুইটারসহ অন্য সামাজিক মাধ্যামের পেজে। লেখা ও ছবি পাঠান[email protected] এই ঠিকানায়।