যৌন হয়রানির অভিযোগ শাবিপ্রবি শিক্ষার্থী বহিস্কার
ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, শাবিপ্রবি
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৪ জুলাই ২০২১ বুধবার
যৌন হয়রানির অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সুমন দাস নামক এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ। সুমন দাস বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। এজন্য অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রারি ও নিপীড়ন নিরোধ সেলে পাঠানো হয়েছে। ওই সেল অধিকতর তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিবে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১২জুলাই) বিকেলে নগরীর বাগবাড়ি এলাকায় টিউশনি করে ফেরার পথে সুমন দাস একই বিভাগের জুনিয়র ওই ছাত্রীর পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে ওই ছাত্রী নিজেকে আত্মরক্ষার জন্য একটি সিএনজি অটোরিকশায় উঠলে সুমনও জোর করে একই সিএনজিতে উঠে শ্লীলতাহানির চেষ্টা করে।
এসময় ভুক্তভোগী ছাত্রী চিৎকার করেন এবং সিএনজি ড্রাইভার অভিযুক্ত সুমনকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে ভুক্তভোগী ছাত্রী সুমন দাসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়।