ইউরোর সেরা একাদশে জায়গা পেলেন যারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার
ইউরো’র টানটান ফুটবল উত্তেজনা শেষ হয়েছে মাত্রই। ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ইতালি। ফাইনালের দু’দিন পর মঙ্গলবার (১৩ জুলাই) প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করেছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)।
স্বাভাবিকভাবেই উয়েফার সেরা একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন ইতালি থেকে। এছাড়া রানার্স-আপ ইংল্যান্ড থেকে আছে তিনজন। আর বাকি তিনজন হলেন সেমিফাইনাল খেলা স্পেন-ডেনমার্কের এবং কোয়ার্টার ফাইনাল খেলা বেলজিয়ামের।
৪-৩-৩ ফর্মেশনে সাজানো দলের গোলরক্ষকের দায়িত্বে অবধারিতভাবেই আছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার জিয়ানলুইজি ডোনারুমা। সাত ম্যাচে মাত্র তিন গোল হজম করেছেন এই ২২ বছর বয়সী গোলরক্ষক।
মূল রক্ষণের দায়িত্বে রাখা হয়েছে ফাইনালের ম্যাচসেরা লিওনার্দো বেনুচ্চি ও ইংল্যান্ডের হ্যারি ম্যাগুইর। এছাড়া রাইট ব্যাকে আছেন ইংল্যান্ডের কাইল ওয়াকার ও লেফ্ট ব্যাকে রাখা হয়েছে কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়া লিওনার্দো স্পিনাজ্জোলা।
মাঝমাঠের মধ্যমনি হিসেবে রাখা হয়েছে ইতালির প্রাণভোমরা জর্জিনহোকে। সেমিফাইনাল ও ফাইনালের দলের শেষ টাইব্রেকার সফলভাবে নেন এই মিডফিল্ডার। এছাড়া আছেন ডেনমার্কের সেমিফাইনালে যাওয়ার অন্যতম কারিগর হজবার্গ। মোট তিন গোলের সহায়তা করেন এই টটেনহাম তারকা।
কোন গোল স্কোর না করে এমনকি অ্যাসিস্ট না করে একাদশে জায়গা পেয়েছেন স্পেনের তরুণ সেনসেশন পেদ্রি। কোন গোল না করলেও সবচেয়ে বেশি গোলের সম্ভাবনা তৈরি করেছেন পেদ্রি। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের বল নিয়ন্ত্রণ, রক্ষণ চেরা পাস ও অসাধারণ প্লে-মেকি এর কারণে দেয়া হয়েছে সেরা উদিয়মান ফুটবলারের পুরস্কার।
আক্রমণভাগে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে বেলজিয়ামের রোমেলু লুকাকুকে। দল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ গেলেও ৪ গোল করেন এই ইন্টার মিলান তারকা। এছাড়া আছেন ইতালির কোয়ার্টার ও সেমিফাইনালের গোল স্কোরার ফেব্রিকো কিয়েসা ও তিন গোল করে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে বড় অবদান রাখা রাহিম স্টার্লিং।
ইউরোর সেরা একাদশ
গোররক্ষক: জিয়ানলুইজি ডোনারুমা
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনানের্দা বনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুইর (ইংল্যান্ড) ও লিওনার্দো স্পিনাজ্জোলা।
মাঝমাঠ: জর্জিনহো (ইতালি), পেদ্রি (স্পেন) ও এমিলি হজবার্গ (ডেনমার্ক)
আক্রমণ: ফেব্রিকো কিয়েসা (ইতালি), রাহিম স্টার্লিং (ইংল্যান্ড) ও রোমেলু লুকাকু (বেলজিয়াম)।