সৃজিতের `লহ গৌরঙ্গের নাম রে`-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনির্বান
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার আপডেট: ০৪:০৫ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার
‘এক্স-প্রেম' ছবির শুটিং শেষ করেই 'সাবাশ মিঠু' পরিচালনায় বলিউড যাত্রার জন্য তৈরি হচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। বড়পর্দায় মিতালি রাজের জীবনী ফুটিয়ে তুলবেন পরিচালক। সেই বায়োপিকে অভিনয় করছেন তাপসী পান্নু। প্রায় এই বছরের শেষ পর্যন্ত ছবির কাজে সেখানেই থাকবেন পরিচালক। তাই পরের চমক তৈরি করে যেতে চাইছেন টালিউডে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত 'জাতিস্মর'- পরিচালক সৃজিৎ ও প্রযোজক রিলায়েন্স এন্টারটেইনমেন্টের রানা সরকার আবার একসঙ্গে কাজ করবেন পর্দায়। আগের মতো করেই এবার মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জীবন তুলে ধরা হবে । তবে একটু ভিন্ন স্টাইলে। ছবির নাম 'লহ গৌরাঙ্গের নাম রে'। দেব অভিনীত এই গানটির ব্যবহারও থাকছে এই ছবিতে।
প্রযোজক রানা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান-'জাতিস্মরের পর ফের জুটি হিসাবে কাজ করার ইচ্ছে ছিল সৃজিত, আমি, কবীর সুমন ও যীশুর'। মহাপ্রভু হিসাবে যীশুকে চাইনি, কারণ মহাপ্রভুর বয়সে যীশুকে মানাত না।
প্রযোজক এও বলেন 'সকলেই ভাবছে চৈতন্যর চরিত্রে যীশুকে রিপ্লেস করছেন অনির্বাণ, কিন্তু অনির্বাণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, হতেই পারে তিনি গল্পকথক হিসাবে আসবেন ছবিতে।' ছবির সবচেয়ে আগ্রহের জায়গা হবে গান। কবীর সুমন অসুস্থ, তারপরও তার কাছেই প্রস্তাব রাখবেন প্রযোজক। প্রচুর কীর্তন দিয়ে তৈরি হবে মিউজিক্যাল ছবি।
রানা সরকার বলেন, বহুদিন ধরে এই পূর্ণ দৈর্ঘের ছবি তৈরি করার প্ল্যানিং ছিল, মহাপ্রভুর কাস্টিংয়ের জন্য অডিশন চলছে। এই চরিত্রে অভিনয় এবং তার লুক দুটোই গুরুত্বপূর্ণ সেই মিশেল পেয়ে গেলে নতুন প্রতিভার কথা ভাববে টিম। 'লহ গোরাঙ্গের নাম রে' ছবির প্রি প্রোডাকশনের কাজ এগোচ্ছে দ্রুত গতিতে।