অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফুটবল কামিং হোম না রোম?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১১ জুলাই ২০২১ রোববার   আপডেট: ০৬:১১ পিএম, ১১ জুলাই ২০২১ রোববার

এবারের ইউরোতে ইংল্যান্ড এক এক ম্যাচ জিতেছে আর রব উঠেছে ফুটবল কামিং হোম

এবারের ইউরোতে ইংল্যান্ড এক এক ম্যাচ জিতেছে আর রব উঠেছে ফুটবল কামিং হোম

এবারের ইউরোতে ইংল্যান্ড এক এক ম্যাচ জিতেছে আর রব উঠেছে ফুটবল কামিং হোম। অর্থাৎ জন্মস্থানেই যাবে ফুটবলের শিরোপা। অন্যদিকে ইতালি সমর্থকরাও কম যান না৷ স্পেনের বিপক্ষেই ব্যানার নিয়ে এসেছেন যেখানে লেখা ফুটবল কামিং রোম। ফাইনালের আগে সবারই একটি প্রশ্ন হোম না রোম?

দুই দল ফাইনালে আসা বা টুর্নামেন্টে অংশ নেওয়ার গল্পটাই অন্যরকম। ২০১৮ বিশ্বকাপে অংশ নিতে না পারা ইতালির দায়িত্ব বর্তায় রবার্তো মানচিনির উপর। দায়িত্ব নিতেই ভোজভাজির মতো পাল্টে যায় আজ্জুরিদের খেলার ধরন। ডিফেন্স কামড়ে পড়ে থাকা দলকে অভ্যস্ত করান প্রেসিং ফুটবলে। 

ডিফেন্সে বুড়ো কিয়েল্লিনি ও বেনুচ্চির আধিপত্য থাকলেও মাঝমাঠ ও আক্রমণের দায়িত্ব দেন তরুণ জর্জিনহো, কিয়েসা, ইমোবিল, ইনসিবিয়েকে। তারপর থেকেই আসতে থাকে সাফল্য। ধ্বংসস্তুপ থেকে দলকে উঠিয়ে ৩৩ ম্যাচ অপরাজিত রাখেন মানচিনি। 

যার মধ্যে শেষ ১৩ ম্যাচ গোল হজম করতে হয়েছে মাত্র ২টি। কারণ গোলবারের নিচে যে আছে পিএসজি নতুন সেনসেশন ডোনারুমার বিশ্বস্ত দুই হাত। স্পেনের বিপক্ষে নিজেদের সেরা খেলা খেলতে পারেনি ইতালি। তবে মানচিনি নিশ্চয়ই চাইবেন অপরাজিত থাকার রেকর্ডটা ৩৪ এ যাক! 

অন্যদিকে ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও এবারের ইউরোয় ইংল্যান্ড ছিল অন্যতম ফেবারিট। টুর্নামেন্টে দেখা গেছে তার বাস্তবায়নও। 

শুরুতে খুব বেশি গোল না পেলেও দ্বিতীয় রাউন্ডে এসে প্রতি ম্যাচে এসেছে অন্তত দুই গোল। তারমধ্যে ইউক্রেনের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ও আছে। সময়ের সাথে সাথে ধার বেড়েছে খেলায়। 

সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ ব্যবধানে হারিয়ে ৫৫ বছর পর বড় কোন প্রতিযোগিতার ফাইনালে উঠলো লায়ন্সরা। হ্যারি কেনরাও নিশ্চয়ই চাইবেন এখানেই ক্ষান্ত না হতে৷ 

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজের মন্তব্যে মানচিনি বলেন, ফাইনালে দেখা যাবে ইতালির টেকনিক আর ইংল্যান্ডের শারিরীক ফুটবলের লড়াই। সে যে যেভাবেই খেলুক, রাত ৩ থেকে ৪ টার মধ্যে জানা যাবে ফুটবল কোথায় যাবে। হোমে না রোমে..