৮১ তে পা দিলেন তারুণ্যে ঝলমল আব্দুল্লাহ আবু সায়ীদ
প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
৮১তম বছরে পা দিলেন আলোকিত মানুষ গড়ার কারিগর, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। ১৯৩৯ সালের এই দিনে কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন তিনি।
আব্দুল্লাহ আবু সায়ীদ একাধারে একজন সাহিত্যিক, শিক্ষাবিদ, টেলিভিশন ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারক। তার প্রতিষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্র বিগত ৪০ বছর ধরে সমাজে আলোকিত মানুষ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
মূল পেশা শিক্ষকতার পাশাপাশি অধ্যাপক সায়ীদ সবসময় শিল্প, সাহিত্য এবং সমাজ সংগঠনে জোরালোভাবে সক্রিয় ছিলেন এবং এখনো আছেন। ১৯৬১ সালে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে অধ্যাপনা দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। তারপর একে একে সিলেট মহিলা কলেজ, রাজশাহী কলেজ, ঢাকা বিজ্ঞান কলেজ এবং ঢাকা কলেজে শিক্ষকতা করেন।
ষাটের দশকে বাংলাদেশে যে নতুন ধারার সাহিত্য আন্দোলন শুরু হয়েছিল, তিনি ছিলেন তার নেতৃত্বে। সাহিত্য পত্রিকা কণ্ঠস্বর সম্পাদনার মাধ্যমে সেকালের নবীন সাহিত্যযাত্রাকে তিনি নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়ে সংহত ও বেগবান করেছেন। এ সময় কিছুকাল বাংলাদেশ টেলিভিশনে উপস্থাপনাও করেন।
অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের ২০০৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান তিনি। সাহিত্যে অবদানের ২০১২ সালে পান বাংলা একাডেমি পুরস্কার। এছাড়া ২০০৪ সালে পান এশিয়ার নোবেলখ্যাত র্যামোন ম্যাগসাইসাই পুরস্কার।
সদা কর্মমুখর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এখনও তারুণ্যের উদ্যম নিয়ে নিজের কর্মক্ষেত্রে সক্রিয়।
৮১ তম জন্মদিনে তাকে আমাদের শুভেচ্ছা।