পিএসজির সঙ্গে রামোসের দুই বছরের চুক্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার আপডেট: ০৪:১৩ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার
প্যারিস সেইন্ট জার্মেই এর সঙ্গে দুই বছরের চুক্তি সম্পন্ন করলেন সার্জিও রামোস। ফ্রি এজেন্ট হিসেবেই ফ্রান্স যাচ্ছেন রিয়াল মাদ্রিদ লিজেন্ড।
রিয়াল মাদ্রিদ ১০ শতাংশ বেতন কমিয়ে এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল রামোসকে। বেতনের বিষয়টি মাথায় না রেখেই রামোস চেয়েছিলেন চুক্তি হোক দুই বছরের। কিন্তু রিয়াল সভাপতি সম্মত না হওয়ায় ভেঙে যায় ১৬ বছরের সম্পর্ক।
তারপরই সামনে আসছিল পিএসজিতে যাওয়ার খবর। বুধবার (৭ জুলাই) মেডিকেল টেস্টও হয়ে যায় রামোসের। আর বৃহস্পতিবার (৮ জুলাই) পিএসজির জার্সি গায়ে হাজির হন গণমাধ্যমের সামনে।
চুক্তির বিষয়ে ইন্সটাগ্রামে রামোস লেখেন, ‘পিএসজি হলো স্বপ্ন দেখার সেরা জায়গা, জেতার জন্যও সেরা জায়গা।আমরা সবকিছু জেতার জন্যই লড়াই করবো।
এই ৩৫ বছর বয়সী তারকা তার ক্যারিয়ারের সম্ভাব্য সব সফলকতাই ছুঁয়েছেন। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ, জোড়া ইউরোসহ ক্লাবের হয়ে জিতেছেন চার চ্যাম্পিয়ন্স ট্রাফি ও সম্ভাব্য বাকি সব শিরোপা।