অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আলাদা হয়ে গেলেন আমির খান-কিরণ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার   আপডেট: ০২:৩১ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার

বিবাহ-বিচ্ছেদের ঘোষণা দিলেন আমির খান এবং কিরণ রাও। অবসান হল তাদের ১৫ বছরের দাম্পত্য জীবনের। নিজেরাই শনিবার (৩ জুলাই) এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে আমির এবং কিরণ লিখেছেন- ‘বিগত ১৫ বছরে আমরা জীবনের আনন্দে বহু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালবাসাই ছিল আমাদের সম্পর্কের বুনিয়াদ। এবার আমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়। আমরা দায়িত্ববান অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব পালন করব।‘

তারা লেখেন, ‘আমরা যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম কিছুদিন আগেই। এবার আনুষ্ঠানিকভাবে আমাদের সিদ্ধান্ত ঘোষণা করলাম। আলাদা একটি বৃহত্তর পরিবারের মতোই আমরা পরস্পর জীবনযাপন করব। আজাদের প্রতিও আমরা সমানভাবে দায়িত্ব পালন করব।’

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ’সিনেমা সহ অন্যান্য প্রজেক্টেও আমরা কাজ করব একসঙ্গেই। আমাদের পাশে থাকার জন্য আত্মীয় ও বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। শুভানুধ্যায়ীদের কাছে আমাদের আগামী দিনগুলোর জন্য শুভেচ্ছা কামনা করি। এই বিবাহবিচ্ছেদ সম্পর্কের সমাপ্তি নয়, বরং এক নতুন সফরের শুরু। ধন্যবাদ এবং ভালবাসা সহ - কিরণ এবং আমির।’

লগানের শ্যুটিং চলাকালীন পরিচয় হয়েছিল আমির খান এবং কিরণ রাও-এর। ২০০৫-এর ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হবন তারা। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের এক পুত্র সন্তান হয়, আজাদ রাও খান।

কিরণের আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ১৯৮৬ সালে রীনাকে বিয়ে করেছিলেন আমির। ২০০২-এ রীনা এবং আমিরের ১৬ বছরে দাম্পত্যের আবসান হয়। তাঁদের দুই সন্তান- পুত্র জুনেইদ ও কন্যা ইরা। 

কি কারণে আমির-কিরণের বিচ্ছেদ হলো, এ পেছনে অন্য কোনো সম্পর্কে যুক্ত হওওয়ার কারণ আছে কিনা তা এখনও পরিষ্কার না।