অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দশ জন নিয়েও চিলিকে হারিয়ে কোপার সেমিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:১৯ এএম, ৩ জুলাই ২০২১ শনিবার  

ইউরোতে যখন উত্তেজনা তুঙ্গে তখন কোপা আমেরিকা ছিল অনেকটাই ঠান্ডা। ‘গ্রুপ পর্বে ওয়ার্মআপ’ শেষে মূলত প্রাণ ফিরেছে কোয়ার্টার ফাইনালে। যেখানে প্রথম ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারায় পেরু। পরের ম্যাচে চিলির বিপক্ষে দশ জন নিয়েও সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

ঘরের মাঠে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের জয়সূচক গোলটি আসে লিও এর মিডফিল্ডার লুকাস পেকুইতার পা থেকে।

গ্রুপ পর্বে যেমনই খেলুক, কোয়ার্টার ফাইনালে সত্যিই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে চিলি। স্বাগতিক ব্রাজিলের মুহূর্মুহু আক্রমণ ঠেকিয়ে দিয়ে প্রথমার্ধ গোলশূন্য রেখেছে ম্যাচ। নিজেরাও দু’একবার চেষ্টায় কোনো গোল করতে পারেনি। যার ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র’ দিয়ে।

প্রথমার্ধে উইং ধরে দারুণ সব আক্রমণ হলেও ছিল না মাঝমাঠের দখল, সৃষ্টিশীলতা। সেটার অভাব ঘোচাতেই দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিল কোচ তুলে নেন রবার্তো ফিরমিনোকে। মাঠে আসেন লুকাস পাকেতা। তারই যেন অপেক্ষা ছিল ব্রাজিলের। নামার পর প্রথম মিনিটেই করলেন গোল। ৪৬ মিনিটে নেইমারের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দারুণ এক গোল করে বসেন এসি মিলান মিডফিল্ডার। ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল, নকআউটে যে গোল মহামূল্য।

তবে গোলের স্বস্তিটা মাত্র দুই মিনিট টিকল ব্রাজিলের। বল জিততে গিয়ে চিলির ফুটবলার মেনার মুখে লাথি মেরে বসেন গ্যাব্রিয়েল জেসুস। অবধারিত লাল কার্ডটাই জেসুসকে দেখান রেফারি। সেলেসাওরা পরিণত হয় দশ জনের দলে।

৬২ মিনিটে গোল দিয়ে বসেছিল চিলি। সমতায় ফেরার কথা তাদের এই গোলে। কিন্তু নেটে বল প্রবেশ করার আগেই ফ্র্যালগ তুলে ধরেন লাইন্সম্যন। ফ্রি কিক থেকে আসা বল বক্সের মধ্যে পেয়ে ব্রাজিলের জালে বল জড়িয়ে দিয়েছিলেন এডুয়ার্ডো ভার্গাস; কিন্তু অফসাইডের কারণে আর গোল হলো না।

৬৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে বল পেয়ে দুর্দান্ত এক ছুটে বল নিয়ে আসেন নেইমার। কিন্তু তার শট ঠেকিয়ে দেন চিলি গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো। ৬৯ মিনিটে আরেকটি দারুণ গোলের সুযোগ মিস হয় চিলির। ইউজেনি মেনা দারুণ একটি বল তুলে দেন ব্রাজিলের বক্সের মধ্যে। কিন্তু ব্রেরেটন হেড নিলে গোলরক্ষক এডারসনকে ফাঁকি দিয়ে সেটি ক্রসবারে লেগে ফিরে আসে।
পরে চিলি আরেকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় হারের তিক্ততা নিয়েও মাঠ ছাড়তে হয়। সেমিফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে গতবারের ফাইনালিস্ট পেরুর।