প্রথম নারী উপ-উপাচার্য পেলো খুলনা বিশ্ববিদ্যালয়
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার আপডেট: ০৫:৫০ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা। সোমবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।
দায়িত্ব নিয়ে অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের সবার। বিশ্ববিদ্যালয়ের গবেষনা ও শিক্ষার মান উন্নয়নে আমি সকলের সহযোগিতা কামনা করি।’
ড. মোসাম্মৎ হোসনে আরা রসায়নের বিভাগীয় প্রধান। পাশাপাশি তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেরও ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে আছেন। এছাড়া, তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি। যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের পরিচালক হিসেবেও কাজ করছেন এই শিক্ষক।