ঢাবির পরিবহন ও আবাসিক ফি মওকুফ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও আবাসিক ফি মওকুফ করা হয়েছে। ২০২০ সালের মার্চ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীকে এসব ফি পরিশোধ করতে হবে না। যারা এর মধ্যে পরিশোধ করেছেন তাদের এসব ফি পরবর্তীতে সমন্বয় করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ হতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সিদ্ধান্ত ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ হতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে। ইতোমধ্যে যারা এই ফি পরিশোধ করেছেন তা যথা সময়ে সমন্বয় করা হবে।