প্রাথমিক-কিন্ডারগার্টেন আরও একমাস বন্ধ
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বাড়তির দিকে থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রাথমিক ও কিন্টারগার্টেনও আরও এক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটি।
মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
**শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ জুলাই পর্যন্ত
এতে বলা হয়, ‘করোনা থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি বাড়ানো হয়েছে। এ সময় নিজেদের ও অন্যদের করোনা থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ বাসস্থানে অবস্থান করবে। তবে, অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।‘
বিজ্ঞতিতে আরও বলা হয়, ‘শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকেরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন। শিক্ষার্থীরা বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করছে কি না তা অভিবাবকের মাধ্যমে নিশ্চিত করবেন প্রধান শিক্ষকেরা।‘
মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও জানানো হয়, সারা দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসা আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
দেশে করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এই ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়ানো হচ্ছে।