পেসমেকারের জন্য ক্ষতিকর পণ্যের তালিকা করলো অ্যাপল
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার
পেসমেকার বা ডিফিব্রিলেটরের মতো যেসব মেডিকেল ডিভাইস শরীরে বসানো হয় সেগুলো থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে এমন পণ্যের তালিকা করেছে অ্যাপল।
যেখানে আইফোন ১২, অ্যাপলওয়াচে এবং ম্যাকবুক প্রোও আছে। এছাড়া আগের সব মডেলের আইফোন ও চার্জারসহ ম্যাগেসেফের সব পণ্য এই তালিকায় আছে।
বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসে চুম্বকে মতো এমন কিছু উপদান থাকে যা মেডিকেল ডিভাইসের ক্ষতি করতে পারে। সেগুলোর সেন্সরে ভুল কাজ করাতে পারে।
উল্লেখ্য, পেসমেকার হলো হাতঘড়ি সাইজের ব্যাটারি চালিত একটি যন্ত্র যা হার্টকে স্বাভাবিক ভাবে কাজ করতে সাহায্য করে । পেসমেকার, ইলেকট্রিক স্টিমুলেশন পাঠিয়ে হৃদ-স্পন্দন নিয়ন্ত্রন করে। কলারবোনের কাছে, বুকের চামড়ার/ত্বকের নীচে পেসমেকার টি অপারেশনের মাধ্যমে বসানো হয়।
সাধাণত অ্যাপল তাদের পণ্যকে স্বাস্থ্যের মতো বিষয়গুলো যোগ করে বিপণন করে। যেমন কিছু অ্যাপলওয়াচ মানুষের হার্টবিট শনাক্ত করে তার পরিমাণ বলতে পারে।
তবে সদ্য প্রকাশিত বিবৃতিতে কিছু পণ্যে ঝুঁকির থাকার বিষয়টিও জানানো হয়। অ্যাপল জানায়, কিছু অবস্থায় চুম্বক বা তড়িৎ চৌম্বকীয় উপাদানগুলো মেডিকেল ডিভাইসের সেন্সরে সমস্যা তৈরি করতে পারে।
তাই তালিকভুক্ত পণ্যুগুলোকে মেডিকেল ডিভাইস থেকে অন্তত ১৫ সেন্টমিটার বা ছয় ইঞ্চি দূরে রাখতে বলেছে অ্যাপল। আর কোন পণ্য যদি তারবিহীন চার্জরত অবস্থায় থাকে তখন তা অন্তত এক ফুট দূরে রাখতে হবে।
এর আগে স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রতিষ্ঠান এমন উদ্যোগ নিয়েছিল।