রেকর্ডের রাতে মেসির জোড়া গোল, আর্জেন্টিনার বড় জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ছিল আগেই। তারপরও গ্রুপ চ্যাম্পিয়ন হতে মেসিকে মাঠে নামিয়েছিলেন আর্জেন্টিনা কোচ সাবাস্তিয়ান স্কলানি। বলিভিয়ার বিপক্ষে সে মেসিই নৈপুণ্যেই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে সবচেয়ে বেশিবার কোপা আমেরিকা জয়ী দলটি।
মঙ্গলবার (২৯ জুন) বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমে আলেজান্দ্রো গোমেজকে দিয়ে গোল করানোর পর জোড়া গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে বলিভিয়া একটি গোল করলেও কিছুক্ষণ পরেই ব্যবধান বাড়ান লওতারো মার্টিনেজ।
ম্যাচটি ছিল মেসির রেকর্ডের। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১৪৮ তম ম্যাচ, যা কোন আর্জেন্টাইনের জন্য সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল মেসির বার্সেলোনা সতীর্থ জাভিয়ের মাসচেরানোর। এমন ঐতিহাসিক দিনকে জোড়া গোল করে স্মরণীয় করে রাখলেন ছয়বারের ব্যালন ডি আর জয়ী।
এবারের কোপার শুরু থেকেই খোলসবন্দী খেলা দেখিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার নিশ্চিত হতেই কিনা ধার দেখালো আলবিসেলেস্তাদের আক্রমণভাগ। প্রথম তিন ম্যাচে তিন গোল করা দলটি আজ এক ম্যাচই করলো চার গোল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসা আর্জেন্টিনা প্রথম গোল পায় ৬ মিনিটেই। মেসির বাড়ানো সহজ বলকে জালে জড়ান সেভিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার।
৩৩ মিনিটে পেনাল্টি স্পট থেকে নিজের প্রথম গোল আদায় করেন মেসি। দুই গোল হজম করে বলিভিয়া বারবার আক্রমণের ওঠার চেষ্টা করে। এর মধ্যেই গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ করে গোল আদায় করেন মেসি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রতি আক্রমণে ঝলক দেখাতে থাকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বলিভিয়া। ৬০ মিনিটে চমৎকার এক আক্রমণে গোল করেন এরউইন সাভেদ্রা। কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারেননি মোমেন্টাম।
সার্জিও আগুয়েরোর বদলি হয়ে নামার দুই মিনিট পরেই জালের দেখা পান লওতারো মার্টিনেজ। মাত্র ছয় মিটার দূরে পাওয়া বল ঠিকানায় পাঠাতে কষ্ট হয়নি ইন্টার মিলান ফরোয়ার্ডের।
এ জয় দিয়ে গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এ সাথে আরও একটি বিষয় নিশ্চিত যে ফাইনালের আগে দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ ইকুয়েডর। ৪ জুলাই বাংলাদেশের সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।