রোনালদোদের বিদায় করে শেষ আটে বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ এএম, ২৮ জুন ২০২১ সোমবার
আলি দাইয়িকে ছুঁয়ে ফেলেছিলেন, অপেক্ষা ছিল তাকে ছাড়িয়ে রেকর্ডটা নিজের করে নেওয়ার। তবে তা ছাপিয়েও ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো চেয়েছিলেন দলের জয়টাই। তবে সেটা হতে দেয়নি ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলজিয়াম।
থরগান হ্যাজার্ডের করা একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় করে দিল বেলজিয়াম। প্রাণপন চেষ্টার পরেও তা শোধ করতে পারেনি পর্তুগাল।
প্রায় ৩২ বছর পর মুখোমুখি লড়াইয়ে বেলজিয়ামের কাছে হারল পর্তুগাল। তাতেই ঘটল সর্বনাশ। গ্রুপপর্বের তিন ম্যাচে মাত্র এক জয় নিয়ে কোনোমতে দ্বিতীয় রাউন্ডে নাম লেখালেও, সেখান থেকে আর পরবর্তী ধাপে যেতে পারলোনা গত আসরের চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে মাঝমাঠের দখলে এগিয়ে থাকলেও বেলজিয়ান রক্ষণ ভাঙতেই গলদঘর্ম হচ্ছিল পর্তুগাল। প্রতি-আক্রমণের কৌশলে বিরতির আগে বেলজিয়ামও অবশ্য খুব একটা ত্রাস ছড়াতে পারেনি পর্তুগীজ রক্ষণে।
এক পর্যায়ে যখন মনে হচ্ছিল প্রথমার্ধ শেষে গোলহীনতাই হতে যাচ্ছে ম্যাচের নিয়তি, তখনই দুই দলের ব্যবধানটা গড়ে দিয়েছিলেন হ্যাজার্ড। না, এডেন হ্যাজার্ড নন। তার ছোট ভাই থর্গান হ্যাজার্ড। ৪২ মিনিটে বক্সের বাইরে একটু ফাঁকা জায়গা পেয়েই শট নেন বরুসিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড তাতেই গোল। সেটাই বিরতির আগে পিছিয়ে দেয় রোনালদোদের।
বিরতির পর দুই দলই আক্রমণে গিয়ে গোল আদায়ের চেষ্টা করে। তবে এ সময় বেলজিয়ামের দুশ্চিন্তা বাড়ে কেভিন ডি ব্রুইন চোটে মাঠ ছেড়ে গেলে। আক্রমণের ধার বাড়াতে একই সময়ে ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও ফেলিক্সকে মাঠে নামান পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। এরপরই দারুণ এক সুযোগ আসে পর্তুগালের।সেই সুযোগও হাতছাড়া করেন জোতা।
দুই পরিবর্তনে পর্তুগালের আক্রমণগুলোও অনেক গোছানো হয়ে ওঠে। এ সময় কৌশলেও পরিবর্তন আনেন পর্তুগিজ কোচ। জায়গা পরিবর্তন করে রোনালদো বাঁয়ে চলে আসেন। ডানে ফেলিক্স ও সামনে থাকেন আন্দ্রে সিলভা। এই বদলে রোনালদোর কার্যকরিতা বাড়ে। কাঙ্ক্ষিত গোল অবশ্য তখনও পর্তুগালের সোনার হরিণ। এর মাঝে অতিরিক্ত ফাউলে মাঠে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতিও সৃষ্টি হয়। ৮৩ মিনিটে রাফায়েল গেরেরোর শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশা বাড়ে বর্তমান চ্যাম্পিয়নদের।
একটু পর বিফল হয় রোনালদোর চেষ্টাও। শেষ দিকে একের পর এক আক্রমণে বেলজিয়ামকে চাপে রেখে চেষ্টা চালিয়ে গেলেও সমতা ফেরাতে পারেনি পর্তুগাল। বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোদের।
কোয়ার্টার ফাইনালে ইতালির মুখোমুখি হবে বেলজিয়াম।