ভুলেও ভুল করে চাইনি
যা কিছু যায় না তোমার সাথে,
তা দেখাতে।
যখন নির্মম প্রকৃতির হেঁয়ালিভরা খেয়ালে
হারিয়েছি যা ছিল সব,
তখন হারাবার আর কি ভয়, বল?
অযথা স্বপ্নের ঘোর লেগেছে চোখে,
মন দিকহীন দিকে ধাবমান,
ক্লান্ত ক্ষান্ত ধুসর মস্তিষ্কে চলে
আরেকবার পিটুইটারির খেলা।
অপ্রাপ্তির হরমোন যখন চুইয়ে চুইয়ে পড়ে
তখন ঘিরে ধরে এক অজানা
ভয়হীন ভয়,
জয়হীন জয়।
আর তখনই অশ্রুর বৃষ্টিতে
ফুটে ওঠে-
পরাজয়ের অপরাজিতা।