অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কারাগারে অ্যান্টিভাইরাসের স্রষ্টা জন ম্যাকাফি‘র ‘আত্মহত্যা’!

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪ এএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার  

বার্সেলোনার এক কারাগারে মৃত অবস্থায় পাওয়ায় যায় অ্যান্টিভাইরাস সফটওয়্যারের স্রষ্টা জন ম্যাকাফিকে। তার কিছুক্ষণ আগেই কর ফাঁকির মামলায় ম্যাকেফিকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আদালত। 

কাতালান বিচার বিভাগ থেকে জানানো হয়, ম্যাকাফি আত্মহত্যা করেছেন বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্টের পর চূড়ান্ত কিছু বলা যাবে। আরও জানানো হয়, মারা যাওযার আগে তাকে বাঁচানোর চেষ্টা করে কারাগারের চিকিৎসকরা। তবে তারা সফল হননি। 

ম্যাকাফির আইনজীবী রয়টার্সকে বলেছেন, ৭৫ বছর বয়সী ম্যাকাফি কারাগারে তার কক্ষে নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছেন। এ বিষয়ে অনুসন্ধান করতে জুডিসিয়াল কর্রকর্তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় স্প্যানিশ পুলিশ। 

ব্রিটিশ-অ্যামেরিকান আলোচিত ও সমালোচিত এই সফটওয়্যার নির্মাতাই প্রথম অ্যান্টিভাইরাস বাজারজাত করেন। তার ‘ম্যাকাফি ভাইরাসস্ক্যান’ প্রতিষ্ঠানটি কম্পিউটার জগতে মাল্টি বিলিয়ন ডলারের কার্যক্রম বাড়ায়। তবে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৭.৬ বিলিয়ন ডলারে ইন্টেলের কাছে বিক্রি করে দেন জন ম্যাকাফি।

গত বছরের অক্টোবরে তুরস্কের উদ্যেশ্যে বিমানে চড়ার ঠিক আগ মুহুর্তে স্পেনে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন ম্যাকাফি। তার বিরুদ্ধে উদ্ভট সব কাণ্ডের কারণে তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। প্রতিবেশীকে খুন, রিয়েল এস্টেটের ব্যবসার আড়ালে ট্যাক্স ফাঁকি, ক্রিপ্টোকারেন্সিসহ বহু স্ক্যান্ডাল কাণ্ডে তিনি কিছুদিন পরপর আলোচনায় আসেন।

গ্রেফতার এড়াতে তিনি বহুদিন নিজেকে আড়ালও করে রাখেন। মুখে যথাযথ মাস্ক না পরার দায়ে নরওয়ে পুলিশের হাতেও ধরা পড়েছিলেন তিনি। বিভিন্ন দেশে ২২ বারের মতো গ্রেফতার হন এ সফটওয়্যার গুরু।

১৯৪৫ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ব্রিটিশ-অ্যামেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফি। শৈশবকাল ভার্জিনিয়ার সালেমে অতিবাহিত করেন। ১৯৬৭ সালে রোয়ানোক কলেজ থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

ম্যাকাফি আলোচায় আসেন ১৯৮০ সালে, যখন প্রথম অ্যান্টিভাইরাস হিসেবে তিনি ম্যাকাফি ভাইরাসস্ক্যান বাজারে আনেন।