আবারও স্থগিত বিসিএস-এর মৌখিক পরীক্ষা
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার আপডেট: ০৬:৪৫ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার
৪২তম বিসিএস (বিশেষ) এর মৌখিক পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। বুধবার (২৩ জুন) সরকারি কর্মকমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।
এর আগে দুই দফা এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ মে স্থগিত ঘোষণা করা হয়। পরে গত ৩১ মে স্থগিত করে ৬ জুন থেকে মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করে পিএসসি। আজকের ঘোষণার মধ্যদিয়ে তৃতীয় দফায় স্থগিত হলো এই পরীক্ষা।
পিএসসির বুধবারের (২৩ জুন) বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে চলমান ‘৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা, ২০২০’ এর মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী ২৭ জুন থেকে স্থগিত করা হলো। মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে।’
উল্লেখ্য, গত ৬ জুন থেকে ৪২তম বিসিএস (বিশেষ) এর ৬ হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল।