বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:০১ এএম, ২৩ জুন ২০২১ বুধবার
করোনা সংক্রমণ আবারও উর্ধ্বমুখী হওয়ায় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২২ জুন) বুয়েটের একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
এর আগেও করোনা পরিস্থিতি বিবেচনা পরীক্ষা পেছায় বুয়েট প্রশাসন। বুয়েটের প্রাথমিক সিদ্ধান্ত ছিল আবেদন প্রক্রিয়া শেষে ৫ মে জানিয়ে দেয়া যে কারা কারা প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা প্রাথমিক ভর্তি পরীক্ষা।
চূড়ান্ত পরীক্ষায় কারা অংশ নিবে সে তালিকা প্রকাশ করা হতো ৫ জুন। চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হতো ১০ জুন।
আর নির্বাচিত প্রার্থী ও অপেক্ষমানদের তালিকা প্রকাশ করার কথা ২ জুলাই। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে গেলো।