অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়ায় স্কটল্যান্ডের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:২৩ এএম, ২৩ জুন ২০২১ বুধবার  

তারকা ঠাসা দল নিয়ে মাঠে প্রত্যাশিত সাফল্য পাচ্ছিল না ইংল্যান্ড। তবে গ্রুপের শীর্ষে থেকেই শেষ ১৬ তে গেছে দলটি। অন্যদিকে চেক রিপাবলিকের বিপক্ষে দুর্দান্ত খেলেও হারার পর ইংল্যান্ডের সঙ্গে ড্র করে স্বপ্ন দেখেছিল স্কটল্যান্ড। কিন্তু ক্রোশিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছে ইউরো থেকে। 

বুধবার (২৩ জুন) গ্রুপ-ডি এর ম্যাচে চেক রিপাবলিককে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। আর স্কটল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া। 

ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ে ইংলিশদের একমাত্র গোলটি করেন রাহিম স্টার্লিং। তার গোলেই আজ চেক রিপাবলিককেও হারিয়েছে সাউথগেটের শিষ্যরা। ম্যাচের ১২ মিনিটে জ্যাক গ্রিলিশের পাস থেকে গোলটি করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। 

ম্যাচ হেরে গ্রুপে তৃতীয় হলেও শেষ ১৬ নিশ্চিত করেছে চেক রিপাবলিক। ২৪ দলের প্রতিযোগীতায় ছয় গ্রুপের  শীর্ষ দুটি দেশ কোয়ালিফাই করবে শেষ ১৬ তে। আর তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা চারটি খেলবে শেষ ১৬। এর আগেই গ্রুপ- বি ও সি তে তৃতীয় দল ৩ পয়েন্ট নিয়ে থাকায় এক পয়েন্ট বেশি নিয়ে পরের রাউন্ডে গেছে চেকরা। 

অন্যদিকে ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড ছিল জিততেই হবে এমন ম্যাচ। ড্র করলেও গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়তো দুদল। তবে ঘরের মাঠে এমন দুর্ঘটনার জন্ম দেয়নি বিশ্বকাপ রানার্স আপ ক্রোয়েশিয়া। 

১৭ মিনিটে নিকোলা ভ্লাচিসের গোলে ক্রোয়েটরা এগিয়ে যাওয়ার পর ৪২ মিনিটে ম্যাচে সমতা আনেন ক্যালাম ম্যাগ্রেগর। তবে ৬২ মিনিটে লুকা মদ্রিচ ও ৭৭ মিনেটর ইভান পেরিসিসের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়।