অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবির পরীক্ষা অনলাইন নাকি সশরীরে, সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিভাগের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২১ জুন ২০২১ সোমবার  

করোনা পরিস্থিতির অবনতি হলে অনলাইনে পরীক্ষা নেয়ার কথা আগে থেকেই বলা হয়েছিল

করোনা পরিস্থিতির অবনতি হলে অনলাইনে পরীক্ষা নেয়ার কথা আগে থেকেই বলা হয়েছিল

করোনার সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষাগুলো সশরীর হবে নাকি অনলাইনে, সেটি বিভাগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

মাকসুদ কামাল জানান, করোনা পরিস্থিতির অবনতি হলে অনলাইনে পরীক্ষা নেয়ার কথা আগে থেকেই বলা হয়েছিল।

এখন থেকে বিভাগ-ইনস্টিটিউটগুলো সশরীরে পরীক্ষা নিতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষা সশরীরে নাকি অনলাইনে নেবে, এটি বিভাগ-ইনস্টিটিউটের এখতিয়ার। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবে।’

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সশরীরে পরীক্ষা দিতে অনাগ্রহী হলে সেটি স্ব স্ব বিভাগ চেয়ারম্যান বা ইনস্টিটিউট পরিচালককে জানানোর পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।