অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সব পরীক্ষা স্থগিত করলো খুলনা বিশ্ববিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২০ জুন ২০২১ রোববার   আপডেট: ০৬:৫৮ পিএম, ২০ জুন ২০২১ রোববার

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনায় করোনা সংক্রমণ ও মৃত্যু আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

এ দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহমুদ হোসেন সহ–উপাচার্য ও ডিনদের সঙ্গে জরুরি বৈঠক করেন। সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে (বিভাগ) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে (বিভাগ) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে সেসব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো। 

এদিকে খুলনা অঞ্চলে করোনার প্রাদুর্ভাব ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ২২ জুন থেকে খুলনা জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।