অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পেনাল্টি আর গোল মিসের মহড়ায় স্পেনের ড্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২০ জুন ২০২১ রোববার  

সুইডেনের বিপক্ষে ফরোয়ার্ডদের ব্যর্থতায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় স্পেনকে। পোল্যান্ডের বিপক্ষে সেটা ছিল আরও দৃষ্টিকটু পর্যায়ের। এবার গোল মিসের পাশাপাশি পেনাল্টি থেকে বল জালে জড়াতে না পারায় আবারও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লা রোজাদের। 

স্পেনের সেভিয়ায় পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্পেন। প্রথমার্ধে মোরাতার গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পোল্যান্ডকে সমতায় ফেরান লেভানডোস্কি। একই সাথে টিকিয়ে রাখলেন শেষ ১৬ তে যাওয়ার আশা। 

অন্যদিকে টানা দুই ড্রতে ই-গ্রুপের তিনে অবস্থান করছে স্পেন। পরের রাউন্ডে যেতে হলে স্লোভাকিয়ার বিপক্ষে জিততেই হবে লুইস এনরিকের শিষ্যদের। 

ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে খেলছিল স্পেন। আক্রমণও চালাতে থাকে। পোল্যান্ডও প্রতি আক্রমণ করার চেষ্টা করেছে। তবে লক্ষ্যে ছিল না কেউই।

ম্যাচের ২৫ মিনিটে ঘুরে যায় মোড়। জেরার্ড মোরেনো ডান দিকে বক্সের বাইরে থেকে হঠাৎ ঢুকেই চোখের পলকে পাস দিয়ে দেন আলভারো মোরাতাকে। মোরাতা ডান পায়ের শটে বল জড়িয়ে দেন জালে।

লাইনসম্যান অফসাইডের বাঁশি বাজান। পোল্যান্ডের খেলোয়াড়রাও ভেবেছিলেন, গোল হয়নি। রেফারি ভিআরের সিদ্ধান্ত দেন। কিন্তু রিপ্লে দেখে অফসাইড বাতিল হয়। গোল পেয়ে যায় স্পেন।

প্রথমার্ধে দাপটের সাথে শেষ করে স্পেন। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলায় ধার বাড়ায় পোল্যান্ড। ৫৫ মিনিটে দলকে সমতায় ফেরান রবার্ট লেভানদোভস্কি। জজওয়াকের উঁচু ক্রস থেকে বল পেয়ে শূন্যে লাফিয়ে উঠে জোড়ালো এক হেডে পোস্টের বাঁ দিকের কর্নার ঘেঁষে গোল করেন পোলিশ অধিনায়ক। 

এর দুই মিনিট পর পেনাল্টি পেয়েছিল স্পেন। পোলিশ মিডফিল্ডার জ্যাকুব মডের বিপজ্জনক জায়গায় ফেলে দেন জেরার্ডকে। ভারের সাহায্যে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু জেরার্ড মরেনো মিস করে বসেন পেনাল্টি।

এরপরও মোরাতা-তরেসরা আক্রমণ সাজিয়েও গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।