বেতারে প্রথমবারের মতো শোনা যাবে ভারতীয় বাংলা গান
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার আপডেট: ০৬:৪১ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার
বাংলাদেশ বেতারে প্রথমবারের মতো শোনা যাবে জনপ্রিয় ভারতীয় বাংলা গান। যেসব গান আমাদের মুখে মুখে ফেরে কিন্তু রাষ্ট্রীয় এই মাধ্যমে কখনো প্রচারিত হয়নি।
‘বাংলার গান বাঙালির গান’ শিরোনামের একটি সাপ্তাহিক গানের অনুষ্ঠান শুরু হচ্ছে যেখানে দুই বাংলার জনপ্রিয় সব গান প্রচার করা হবে। সম্প্রতি অনুষ্ঠানটির চারটি পর্ব ধারণ সম্পন্ন হয়েছে।
‘বাংলার গান বাঙালির গান’ অনুষ্ঠানটি গ্রন্থণা করছেন প্রদীপ ভট্টাচার্য। একই সাথে অনুষ্ঠানটি উপস্থাপনাও করছেন তিনি। তার সাথে সহ উপস্থাপক হিসেবে থাকছেন তানিয়া পারভীন।
প্রদীপ ভট্টাচার্য জানালেন, অনুষ্ঠানের প্রতি পর্বে মোট ছয়টি করে গান থাকবে। তিনটি আমাদের দেশের জনপ্রিয় বাংলা গান আর তিনটি ভারতীয় বাংলা গান। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন বেতারের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
‘বাংলার গান বাঙালির গান’ অনুষ্ঠানটি জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশ বেতারে প্রচার শুরু হবে।