বঙ্গভ্যাক্সসহ চীন-ভারতের দুই টিকা ট্রায়ালের অনুমতি পেল
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার আপডেট: ০৪:২৮ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার
অবশেষে দেশের গ্লোব বায়োটেকের করোনাভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানুষের শরীরে পরীক্ষার (হিউম্যান ট্রায়াল) অনুমোদন পেয়েছে। একইসঙ্গে চীন ও ভারতের দুটি টিকারও হিউম্যান ট্রায়ালের নীতিগত অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।
বুধবার (১৬ জুন) সকালে বিএমআরসির বিশেষজ্ঞদের সভায় এই অনুমোদন দেওয়া হয়।
এক্ষত্রে হিউম্যান ট্রায়ালের আগে বিএমআরসির নিয়ম অনুযায়ী সব ধরনের শর্ত পূরণ করতে হবে।
বিএমআরসি বলেছে, শিম্পাঞ্জি ও বানরের ওপর এই টিকাগুলোর কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়ার সমস্ত কাগজপত্র বিএমআরসিতে জমা দিতে হবে।