আজ বিশ্ব রক্তদাতা দিবস, জানুন তারিখের পেছনের ইতিহাস
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার আপডেট: ০১:৫৩ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
প্রতিদিন বিশ্বে রক্তের অভাবে বহু মানুষের প্রাণ যাচ্ছে। কিন্তু আজও একাংশকে সচেতন করা যায়নি। অনেকেই রক্তদান সম্পর্কে ভুল ধারণা, ইতস্তত ভাব কাটিয়ে উঠতে পারেননি। রক্তদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই ১৪ জুন পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস।
সময়ের সাথে সাথে সচেতনতা বেড়েছে। এখন রক্ত চাইলে পাওয়া যায় প্রায়শই। রক্তদান করে যাঁর অন্যের প্রাণ ফিরিয়েছেন, মূলত তাঁদের জন্যেই পালিত হয় আজকের দিনটি। বহুমানুষ কোনও স্বার্থ ছাড়াই মানবিকতার খাতিরে এগিয়ে আসেন রক্তদান করতে, তাঁদের এ দিবসে সম্মান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
২০০৫ সাল থেকে প্রতিবছর ১৪ জুনে পালিত হয় দিবসটি। তারিখটি বেছে নেয়ার পেছনে আছে এক কারণও-
অস্ট্রিয়ান বায়োলজিস্ট ও ফিজিশিয়ান কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন ১৪ জুন। ডিনি ব্লাড ট্রান্সফিউশিন পন্থার জনক হিসেবে পরিচিত। মূলত তাঁর জন্মদিনকে সম্মান জানাতে দিনটিকে বিশ্ব রক্তদান দিবস দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
এবছর এই দিনের অনুষ্ঠানের আয়োজক ইতালি। রোমে হচ্ছে সেই অনুষ্ঠান। এবারে স্লোগান ঠিক করা হয়েছে, ‘রক্ত দিন এবং বিশ্বের প্রাণের স্পন্দন বজায় রাখুন’।
এবছরের রক্তদাতা দিবসে বিশেষভাবে তরুণদের স্মরণ করা যাবে। কেননা বিশ্বে তরুণরাই বিনা পারিশ্রমিকে, স্বেচ্ছাসেবায় নিরাপদ রক্তদান লক্ষ্যমাত্রা অর্জনে ভূমি রাখছে। এখনও সে লক্ষ্য পূরণ না হলেও সচেতনতা বাড়ালে তা সম্ভব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এবারে দিবসটি আয়োজনে মূল উদ্দেশ্য হলো-
- বিশ্বে রক্তদাতাদের ধন্যবাদ জানানো এবং স্বেচ্ছায় রক্তদাতে সবাইকে উৎসাহিত করা;
- জনগণের সংহতি ও সামাজিক সম্প্রীতি বাড়াতে রক্ত অনুদানের সম্প্রদায়গত মূল্যবোধ প্রচার করা;
- রক্তদানে যুব সমাজকে আরও বেশি উৎসাহ দেয়া এবং অন্যদের একই সেবাদানে এগিয়ে আসতে আহ্বান জানানো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগামী বছর রক্তদানের সচেতনতা বাড়াতে গোটা বিশ্বজুড়েই দিনটি পালন করা হবে
রক্ত দেওয়ার আগে করনীয়:
১. রক্তদাতা যদি কোনো কারণে অসুস্থবোধ করেন তবে সেদিনের মতো রক্ত দেয়া থেকে বিরত থাকুন।
২. রক্ত দেয়ার আগে পুষ্টিকর খাবার খেয়ে নিন, কিন্তু তৈলাক্ত কিছু খাবেন না।
৩. রক্ত দানের আগে প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার খাবেন।
৪. যেদিন রক্ত দেবেন তার আগের রাতে অনেকটা সময় ভালো করে ঘুমিয়ে নেবেন।
রক্ত দেওয়ার পরে করনীয়:
১. অনেকটা সময় শুয়ে থাকবেন। হুট করে উঠে বসবেন না বা উঠে দাঁড়াবেন না।
২. প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার গ্রহণ করুন। এই ব্যাপারে মোটেও অবহেলা করবেন না।
৩. আয়রন, ফোলাইট, রিবোফ্লাবিন, ভিটামিন বি৬ সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস, মাছ, ডিম, কিশমিশ, কলা ইত্যাদি ধরণের খাবার বেশি করে খাবেন।
৪. কয়েক ঘণ্টার জন্য শারীরিক পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকুন এবং বেশ কিছুদিন সাধারণ সময়ের তুলনায় একটু কম পরিশ্রম করে বিশ্রাম নিন।
৫. রক্তদানের ৩ মাস পর নতুন করে রক্ত দিতে পারবেন। এর আগে কোনেভাবেই পুনরায় রক্ত দেবেন না।