শেষ ছোঁয়া পাচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৩ জুন ২০২১ রোববার আপডেট: ০৫:৫৯ পিএম, ১৩ জুন ২০২১ রোববার
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
রাজধানীর বিজয়সরণির পাশে নির্মাণাধীন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর তার নতুন রূপ নিয়ে শিগগিরিই আবারও উন্মুক্ত হতে যাচ্ছে সাধারণ দর্শনার্থীর জন্য। জাদুঘরটি অত্যাধুনিক ও অনন্য স্থাপত্য নিদর্শণ হিসেবে গড়ে উঠছে। যাতে এখন শেষ ছোঁয়া পড়ছে। বাংলাদেশ ডিফেন্স অ্যানালিস্ট- ডিফসেকা’র টুইট থেকে পাওয়া একটি ছবিতে দেখা গেছে অনিন্দ্যসুন্দর স্থাপত্যের ভবনটি এখন তার পূর্ণ কাঠামো পেয়েছে।
বিজয় সরণির পাশে নভোথিয়েটারের পশ্চিম দিকটায় অনেকটা এলাকা জুড়ে গড়ে উঠেছে এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। আগে এটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে পরিচিত ছিলো। ২০১৯ সালে এটি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নাম নিয়ে আধুনিক মাল্টিপারপাস কমপ্লেক্স হিসেবে নির্মিত হতে শুরু করে। যা এখন শেষ হতে চলেছে।
এর আগে ১৯৮৭ সালে ঢাকার মিরপুর সেনানিবাসের প্রবেশমুখে ছোটো পরিসরে একটি সামরিক জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। অবকাঠামো, অবস্থানগত সমস্যা ও স্থানসংকুলানে সমস্যা দেখা দিলে ১৯৯৯ সালে জাদুঘরটিকে স্থায়ীভাবে ঢাকার বিজয় সারণিতে সরিয়ে আনা হয়। ২০০৪ সালে এটি সাধারণের জন্য খুলে দেওয়া হয়। ২০১৯ সালে ভবনটিকে মাল্টিপারপাস ভবন হিসেবে রূপ দেওয়া কাজ শুরু হয়।