ধর্ষকের পরিচয় শুধুই ধর্ষক: মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ধর্ষকের পরিচয় শুধুই ধর্ষক এবং নীতি-নৈতিকতা বিবর্জিতরাই এ ধরনের কাজ করতে পারে। এদের সমাজের সর্বস্তর থেকে বর্জন করতে হবে।
শনিবার (১০ অক্টোবর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ধর্ষণ প্রতিরোধে সরকার তৎপর মন্তব্য করে তিনি বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করতে এ সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে। এ উদ্যোগ প্রমাণ করে, আওয়ামী লীগ সরকার সমস্যা সামাধনে কতোটা তৎপর।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আরো বলেন, কোভিড- ১৯ উন্নত ও অনুন্নত সকল দেশের সব বয়সের মানুষের মানসিক স্বাস্থ্যের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলছে। শিশুরা সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে। এ থেকে শিক্ষা নিয়ে আমাদের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরো গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার দেশের সব বিভাগীয় শহর ও ফরিদপুরে করোনাকালীন পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। পাশাপশি টেলিফোনে ও অনলাইনেও ২৪ ঘন্টা মনোসামাজিক কাউন্সেলিং সেবা দিয়ে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ওয়েবনিয়ারে করোনাকালে ও মানসিক স্বাস্থ্য সেবার বিভিন্ন বিষয়ে ক্লিনিক্যাল সাইক্লোজিস্টরা প্রবন্ধ উপস্থাপন করে।