চলে গেলেন চলচ্চিত্রকার ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ১১:২২ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
বুদ্ধদেব দাশগুপ্ত
চলে গেলেন ভারত তথা পশ্চিমবাংলার প্রখ্যাত চিত্রপরিচালক ও লেখক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার (১০ জুন) সকালে দক্ষিণ কলকাতার নিজের বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর। অনেকদিন ধরে বুদ্ধদেব কিডনির অসুখে ভুগছিলেন।
‘স্বপ্নের দিন’ ও ‘উত্তরা’ ছবির জন্য পরিচালক হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়া তার ৫টি ছবি সেরা ছবি হিসেবে পেয়েছে জাতীয় পুরস্কার। এছাড়া সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তার আরও দু’টি ছবি- ‘দূরত্ব’ এবং ‘তাহাদের কথা’।
পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত লেখক আর কবি হিসেবেও ছিলেন সফল। লিখেছেন উল্লেখযোগ্য বেশ কিছু কবিতা।