স্পেনের ইউরো স্কোয়াডে করোনার থাবা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ এএম, ৭ জুন ২০২১ সোমবার
ইউরো শুরু হতে আর ১০ দিনও বাকি নেই। এরমধ্যেই দুঃসংবাদ শুনতে হলো স্পেনকে। কারণ সর্বশেষ নমুনা পরীক্ষা করেনা পজিটিভ হয়েছেন বার্সেলোনা তারকা সার্জিও বুসকেটস৷
আসন্ন ইউরোর জন্য বুসকেটকে লা রোজাদের অধিয়াকত্বের আর্মব্যান্ড পরাতে চেয়েছিলেন কোচ লুইস এনরিকে৷ এখন সেটাও সন্দেহে পড়েছে৷
বিবিসি স্পোর্টসের প্রতিবেদন মতে, করোনা পজিটিভ হওয়া বুসকেটসকে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচের স্কোয়াড থেকে বাদ দিয়ে আইসোলেশনে রাখা হয়েছে৷
কিছুদিন পরপরই সব দলের খেলোয়াড়দের করোনা টেস্ট হয়। সেখানে স্কোয়াডের ২৪ জনের সবার নেগেটিভ আসলেও বুকেকেটসের পজিটিভ আসে। তাই সতর্কতা হিসেবে লিথুনিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-২১ দল নামাতে চাইছে স্পেন৷
আসন্ন ইউরোতে গ্রপ ই তে পড়েছে স্পেন৷ যেখানে তারা প্রথম ম্যাচে ১৪ জুন সেভিয়ায় মুখোমুখি হবে সুইডেনের বিপক্ষে।