অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টোকিও অলিম্পিকের ১০ হাজার মিটার থেকে বাদ পড়লেন ফারাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:০০ পিএম, ৬ জুন ২০২১ রোববার   আপডেট: ০১:০১ পিএম, ৬ জুন ২০২১ রোববার

ইউরোপিয়ান ১০ হাজার মিটারে প্রয়োজনীয় সময়ের মধ্যে শেষ করতে না পারায় টোকিও অলিম্পিকের এই ইভেন্টে দেখা যাবে না দুইবারের স্বর্ণজয়ী মো. ফারাহকে। 

অলিম্পিক ট্রায়াল হিসেবে চলা এই দৌড়ে্র স্বদেশি ব্রাইটন মার্ক স্কটের পর অষ্টম স্থানে ছিলেন ফারাহ। 

১০ হাজার মিটার শেষ করতে ফারাহ সময় নেন ২৭ মিনিট ৫০.৫৪ সেকেন্ড। যা প্রয়োজনের তুলনায় ২২ সেকেন্ড বেশি ছিল।

দৌড়ের পর ফারাহ জানান, তিনি বাঁ পায়ের চোটে ভূগছিলেন। তিনি বলেন, আমি হতাশ। গত দশদিন ধরে আমি এ সমস্যা বোধ করছিলাম। 

তবে টোকিও অলিম্পিক স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি ফারাহ’র। কারণ তার সামনে সুযোগ আছে ৫ হাজার মিটারে অংশ নেয়ার। যেখানে এই ৩৮ বছর বয়সি তারকা দুটি অলিম্পিক স্বর্নপদকসহ ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে পুরস্কার জেতেন।