অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোনালদোকে পেতে যোগাযোগ শুরু করেছে পিএসজি 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০১ এএম, ৪ জুন ২০২১ শুক্রবার  

স্প্যানিশ গণমাধ্যম এএস এর প্রতিবেদন মতে, ক্রিস্টিয়ানো রোনালদোকে পেতে যোগাযোগ করা শুরু করেছে প্যারিস সেইন্ট জার্মেই। 

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন ইউরোতে রোনালদোকে দলে ভেড়ায় জুভেন্টাস। তারপর থেকে তিন মৌসুম তুরিনের ক্লাবটির হয়েই কাটিয়েছেন এই পর্তুগীজ সুপারস্টার। 

তাকে দলে নেয়ার সময় জুভেন্টাসের পরিকল্পনা ছিল ১৯৯৬ সালের পর চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা ঘরে তোলা। তবে তেমনটা হয়নি। এমনকি কোয়ার্টার ফাইনালের বৈতরণি পার হতে পারেনি। 

দল কাঙ্খিত সাফল্য না পেলেও নিজের গোল সংখ্যা বাড়িয়ে গেছেন রোনালদো।  তিন মৌসুমে ১৩৩ ম্যাচে ১০১ গোল করে দলকে দুটি সিরি আ ও একটি কোপা ইতালিয়া জেতান এবং মৌসুমে সিরি আ গোল্ডেন বুট জেতেন৷ 

গত মৌসুমে ব্যর্থ কোচ আন্দ্রে পিরলোকে সরিয়ে আবারও মাসিমিলিয়ানে আলেগ্রিকে নিয়ে এসেছে জুভেন্টাস। যিনি রোনালদোকে ধরে রাখতে চান। 

তবে এরমধ্যেই এএস জানিয়েছে, তারকা ফুটবলারকে পেতে জুভেন্টাসের সঙ্গে যোগাযোগ করেছে পিএসজি। 

২০১৮ সালে জুভেন্টাস যে অবস্থানে ছিল একইরকম জায়গায় এখন লা পেরিসিয়ানরা৷ দলটি চ্যাম্পিয়ন্স লীগ জিততে মরিয়া। তাই এই প্রতিযোগিতার সর্বকালের সেরা গোল স্কোরারকে পেতে চাইছে তারা৷ 

এছাড়া দল ছাড়ার সম্ভাবনায় থাকা কিলিয়াম এমবাপের বিকল্পও ভাবছে পিএসজি। আগামী মৌসুমে চুক্তি শেষ হয়ে তাকে ফ্রিতে হারানোর চেয়ে কিছু টাকা কামিয়ে নিতে চায় ফরাসি জায়ান্টরা৷ 

কয়েক মাস আগেও লিওনেল মেসিকে নিয়ে পিএসজির জল্পনা কল্পনা থাকলেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বার্সাতেই থাকবেন এই আর্জেন্টাইন। তাই সেরা বিকল্প তো রোনালদোই!