আরও ৮ লাখ মানুষ আসছেন বয়স্ক ভাতার আওতায়
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার আপডেট: ০৬:০৯ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার
প্রস্তাবিত বাজেটে এই খাতের জন্য আরও ৪৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে আরও আট লাখ মানুষকে বয়স্ক ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
বর্তমানে দেশের ১১২টি উপজেলার ৪৯ লাখ বয়স্ক মানুষকে এই ভাতা দেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আরও ১৫০টি উপজেলার আট লাখ দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীকে এই ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
****দাম বাড়তে পারে যেসব পণ্যের
এছাড়া প্রস্তাবিত বাজেটে এই খাতের জন্য আরও ৪৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ২ হাজার ৯৪০ কোটি টাকা।
নতুন অর্থবছরের জন্য ছয় লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
*করোনা মহামারি মোকাবেলায় আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ
**সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন অর্থমন্ত্রীর
***সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন অর্থমন্ত্রীর
**করোনাতেও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ
**বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের আয়ে করারোপ ১৫ শতাংশ
**মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার, গড় আয়ু ৭২.৬ বছর
**সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে
**প্রতিমাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা
**২ লাখ টাকার সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না
**বাড়ছেনা ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা
২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ শতাংশ বেশি। আর মূল বাজেটের চেয়ে ৬ দশমিক ২৮ শতাংশ বেশি।