বিপুল বিচিত্র এই শহর
ধূসর আকাশের নিচে
ধুলোটে সবুজের হালকা চাদরে ঘেরা
এই শহরে স্বস্তি নেই যেন কোথাও-
হুশ করে চলে যাওয়া বাসগুলো
আরো ধুসর করে রাজপথ, ঘোলাটে করে আকাশ,
সেই সাথে ভারী হয় বাতাস
আমাদের প্রশ্বাস-নিঃশ্বাস
কতো মানুষ,কতো মানুষ এই শহরে!
আসা-নিরাশার স্বপ্নে দোলে তারা-
ঘুরপাক খায়, হেঁটে চলে, থেমে যায়
ঠিক হালকা হাওয়ার সাইক্লোন যেমন
উড়িয়ে নিয়ে যায়
মরা পাতা, ছেড়া কাগজ, পেঁয়াজের খোসা।