কোপা আমেরিকা আয়োজন করবে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১ জুন ২০২১ মঙ্গলবার
প্রতিযোগিতা শুরু হওয়ার মাত্র ১৩ দিন আগে তৃতীয়বারের মতো আয়োজক দেশ পরিবর্তন করলো কোপা আমেরিকা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ জুন) নিজেদের টুইটার অ্যাকাউন্টে কোপা আমেরিকার গভর্নিং বডি জানায়, দিনক্ষণ ঠিক রেখে এবারের আসর আয়োজন করবে ব্রাজিল।
২০২০ সালে আয়োজিত হতে চলা প্রতিযোগিতাটি করোনার কারণে পিছিয়ে যায়। প্রাথমিকভাবে কলম্বিয়া ও আর্জেন্টিনা যৌথভাবে আয়োজন করার সিদ্ধান্ত হয়।
কিন্তু সম্প্রতি কলম্বিয়ার রাজনৈতিক সংকটের কারণে পুরো টুর্নামেন্টে আয়োজনের দায়িত্ব পড়ে আর্জেন্টিনার উপর। তবে এখানেই ঘটনা শেষ নয়।
আর্জেন্টিনায় গত এক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ ৩৫ হাজারের বেশি এবং মৃত্যু হচ্ছে ৫০০ জনের বেশি মানুষের। এমন উর্ধ্বমুখী সংক্রমণে শেষ পর্যন্ত সেখানে কোপা আমেরিকা বাতিল করা হয়।
কিন্তু তৃতীয়বারের মতো পাল্টে যে দেশের নাম ঘোষণা হয়েছে তা এখন প্রতিযোগিতার ভবিষ্যত প্রশ্নের মুখে ফেলেছে। কেননা বিশ্বে করোনা সংক্রমণে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। তাই কোপা আমেরিকা সত্যি মাঠে গড়ায় কিনা তা এখন বড় প্রশ্ন।