বিমান দুর্ঘটনায় ‘টারজান’ অভিনেতা জো লারার মৃত্যু
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ৩১ মে ২০২১ সোমবার আপডেট: ০৫:২০ পিএম, ৩১ মে ২০২১ সোমবার
যুক্তরাষ্টের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের কাছে এক বিমান দুর্ঘটনায় স্ত্রী শ্যামব্লিনসহ নিহত হয়েছেন টারজানখ্যাত অভিনেতা জো লারা৷ এছাড়া তাদের ব্যক্তিগত বিমানে থাকা আরও ৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।
নাশভিলে বিমানবন্দর থেকে তাদের বিমান সেসনা ৫০১ ছাড়ার পরপরই একটি লেকে বিধ্বস্ত হয়। ৫৮ বছর বয়সী জো লারা ও তার স্ত্রীকে বহন করা বিমানের গন্তব্য ছিল ফ্লোরিডার পাম বিচ৷
রাতভর অভিযানের পর তাদের বিমানের অবশিষ্ট ও মৃতদেহ উদ্ধার করে রাদারফোর কাউন্টি ফায়ার এন্ড রেসকিউ সার্ভিস। বাকি ৫ জনকে চিহ্নিত করতে লারার পরিবারকে খবর দেয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে রাদারফোর্ড কাউন্টি ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ সার্ভিস জানায়, বিমান দুর্ঘটনা নিয়ে তারা তদন্ত করবে।
১৯৮৯ সালে মুক্তি পাওয়া 'টারজান ইন দ্য ম্যানহাটন' এ অভিনয় করে জনপ্রিয়তা পান জো লারা। পরবর্তীতে 'টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চার' এ দেখা গেছে তাকে।