বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অমুসলিমরা নাগরিকত্ব পাচ্ছে!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ এএম, ৩০ মে ২০২১ রোববার
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দিতে আবেদন চেয়েছে দেশটির কেন্দ্র। কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নোটিশে দেশটির গুজরাট, হরিয়ানা, ছত্তিশগড়, রাজস্থান ও পাঞ্জাবের ১৩টি জেলায় বসবাসরত অমুসলিম অভিবাসীদের এই আবেদনের সুযোগ দিয়েছে। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দুরাসহ অন্য যে কোনো অমুসলিম এই সুযোগ পাবে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের অধীনে ২০০৯ সালে গৃহীত বিধিমালার আওতায় অবিলম্বে এই অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে বলে জানায় ইন্ডিয়া টুডে। খবরে বলা হয়েছে, নতুন এই আদেশ নাগরিকত্ব আইন সংশোধনী ২০১৯ এর সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। সরকার এখনো এই সংশোধিত নাগরিকত্ব আইনের বিধিমালা চূড়ান্ত করার অপেক্ষায় রয়েছে।
সংশোধিত আইনের আওতায় ভারতের ৯টি রাজ্যের মোট ২৯টি জেলায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে খবরে উল্লেখ করা হয়।
সংশোধিত নাগরিকত্ব আইন ২০১৯ অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টানদের ভারতে নাগরিকত্ব দেওয়ার সুবিধা রাখা হয়েছে।