এবার মঙ্গল নিয়ে দ্বৈরথে যুক্তরাষ্ট্র ও চীন
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার
‘লালচে গ্রহ মঙ্গল’ মানব বসতির জন্য দ্বিতীয় ভরসা। একের পর এক মিশন পাঠিয়ে সেখানে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী পৃথিবীর নেতৃত্ব দিতে চাওয়া চীন-ই বা কেন পিছিয়ে থাকবে! দেশটির প্রথম মার্স রোভার ‘তিয়ানওয়েন-১’ বৃহস্পতিবারই (২৩ জুলাই) যাত্রা করতে পারে মঙ্গলের উদ্দেশে। অঅন্যদিকে নাসা ‘পারসিভিয়ারেন্স রোভার’ পাঠাবে ৩০ জুলাই। মঙ্গলে জীবনধারণের সফলতা যাচাইয়ের অভিযানে দুদেশই আশাবাদী।
মহাশূন্য জয় নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার কথা সবারই মনে রাখার কথা। মঙ্গলের ক্ষেত্রে আগেই বেশ কয়েকটি সফল অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও এবার রোভার পাঠিয়ে দেশটির সমকক্ষ হতে চাইছে উদীয়মান শাসকশক্তি চীন।
ব্যতিক্রম রোভারযানে বিশেষ ড্রিল থাকে যেটি মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে উপাদান সংগ্রহ করতে পারে। যুক্তরাষ্ট্র এর আগে আরও ৪টি রোভার পাঠিয়েছে। ২০১২ সালে মঙ্গলে নামা কিউরিসিটি এখনো তথ্য সংগ্রহের কাজ করছে। আশা করা যায়, চীনের তিয়ানওয়েন-১ মঙ্গলের মাটি, ভূতাত্ত্বিক গঠন, আবহাওয়া, বায়ুমণ্ডল ও পানির অস্তিত্ব নিয়ে তথ্য দিতে পারবে।
এই অভিযান সফল হলে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনাও করছে চীন।