শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণের মাস ডিসেম্বর

ফারুক ওয়াহিদ, মুক্তিযোদ্ধা

২৩:৫৯, ৩০ নভেম্বর ২০২০

আপডেট: ১৪:৪৫, ১ ডিসেম্বর ২০২০

৯৪৩

বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণের মাস ডিসেম্বর

‘ডিসেম্বর’ শুধু কি একটি মাসের নাম? হ্যাঁ, বাঙালি ছাড়া সারা পৃথিবীর অন্যান্য জাতির কাছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ‘ডিসেম্বর’ শুধুই একটি মাসের নাম। বছরের শেষ মাস হিসেবে আলাদা কিছু বৈশিষ্ট হয়তো রয়েছেও। কিন্তু বাঙালির জীবনে সকল মাসের মধ্যে সবচেয়ে গৌরবময় মাস হলো বিজয়ের মাস ডিসেম্বর, যার সাথে বাঙালির আবেগ জড়িত, জড়িত জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায়টিও।

এই ডিসেম্বর আবহমান শাশ্বত বাঙালির বীরত্বগাঁথার, বিজয়ানন্দের সাথে সাথে মর্মবেদনারও মাস। এই ডিসেম্বর বীরের রক্ত স্রোত, মাতার অশ্রুঝরার মাস। সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন পূরণ হয় এই মাসে- এ মাসেই বাঙালি পেয়েছিল সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে তার বহু কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ স্বাধীনতা। ডিসেম্বর বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণের মাস।

পৃথিবীতে অন্য কোনো দেশ বা জাতির কাছে এরকম ‘বিজয়ের মাস’ বলতে কিছু নেই- কিন্তু ঐতিহ্যবাহী বীরের জাতি শুধু বাঙালিদেরই রয়েছে এরকম একটি মহান বিজয়ের মাস সেটা ডিসেম্বর।

বর্বর পাকিস্তানি শাসকগোষ্ঠীর সুদীর্ঘ ২৩ বছরের শোষণ, বঞ্চনা আর অত্যাচার-নির্যাতন থেকে বাঙালির মুক্তি এই বিজয়ের মাস ডিসেম্বর-এ। এ বিজয়ের জন্য ত্রিশ লক্ষ বাঙালিকে প্রাণ উৎসর্গ করতে হয়েছিল এবং চার লক্ষাধিক মা-বোনকে হারাতে হয়েছিল তাদের সম্ভ্রম- পৃথিবীর অন্য কোনো জাতিকে স্বাধীনতার জন্য এতো বড় আত্মত্যাগ করতে হয়নি, এতো রক্ত দিতে হয়নি।বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় অর্জিত হয় ডিসেম্বর মাসেই এবং স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালি।

বাঙালির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহাপুরুষ স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মহান স্থপতি ও প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও নির্দেশে মহান মুক্তিযুদ্ধ করে আমরা ডিসেম্বরে পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ, একটি লাল-সবুজ পতাকা, একটি মানচিত্র- তাই ডিসেম্বর মাস বাঙালির জাতিসত্তা আর নিজস্ব ভূমির গৌরবদীপ্ত বিজয় ও অহঙ্কারের মাস। প্রতি বছর বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও তাদের শৌর্যবীর্যের প্রতি সম্মান প্রদর্শন এবং শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডিসেম্বর তথা বিজয়ের মাসটি স্মরণ করা হয়।

আজ মাসটির প্রথম দিন। ডিসেম্বরের ১৬ তারিখে চূড়ান্ত বিজয় অর্জিত হলেও হানাদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে মুক্তিবাহিনীর জয়ের দিকে এগিয়ে যাওয়ার সূচনা হয়েছিল ডিসেম্বরের প্রথম দিন থেকেই। ডিসেম্বর মাস থেকেই মুক্তিপাগল বাঙালিরা বুঝতে পেরেছিলো তাদের বিজয় সুনিশ্চিত।

দীর্ঘ নয়মাসব্যাপী অনবরত রক্তক্ষয়ী যুদ্ধের পর এই ডিসেম্বরেই পাপাশ্রয়ী গণধিক্কৃত ধর্ষণকারী, গণহত্যাকারী হানাদার পাকিস্তানিদের আত্মসমর্পণের মাধ্যমে হিংস্র শ্বাপদের ভয়াল থাবার নখর-দন্তের বিষাক্ত ছোবল থেকে শ্যামল বাংলার পবিত্র মাটি মিত্র ও মুক্তিবাহিনী উদ্ধার করে এবং পাকিস্তানি ‘চাঁনতারা বেইমান পতাকা’কে চিরদিনের জন্য নামিয়ে বাংলাদেশের স্বর্ণালি মানচিত্র খচিত গাঢ় সবুজের মধ্যে রক্তিম সূর্য সম্বলিত শহিদের রক্তস্নাত বাংলাদেশের নতুন পতাকা উড়িয়ে দেয়।

বাঙালির জীবনে হাজার বছরের সবচেয়ে গৌরবময় মাস হলো বিজয়ের মাস ডিসেম্বর। ডিসেম্বর হলো একাত্তরের স্মৃতিময় অগ্নিঝরা-রক্তঝরা-অশ্রুঝরা-রোদনভরা মহান মুক্তিযুদ্ধের গৌরবের আবেগময় আনন্দাশ্রুর বিজয়ের মাস।

হেমন্তের নবান্ন উৎসবের আমেজ আর কুয়াশার চাদর জড়ানো শীতের এই মিষ্টি-কোমল শিশিরের স্পর্শযুক্ত প্রাণে শিহরণ জাগা রোমাঞ্চিত ডিসেম্বর মাসের সাথে বাঙালির জাতীয় জীবনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আবেগ জড়িত। আমাদের লাল-সবুজ পতাকা, নিজস্ব মানচিত্র, নিজস্ব সত্তা-পরিচয় ও বিকাশের বীজ এ ডিসেম্বর মাসেই পরিপূর্ণতা লাভ করে। তাইতো যখনই ডিসেম্বর আসে তখন দেশপ্রেম ও দ্রোহের ফল্গুধারায় প্লাবিত হয় গোটা দেশ, এমনকি প্রবাসী বাংলাদেশিদের প্রতিটি হৃদয়।

প্রতিবছর নতুন করে দেশপ্রেমে আত্মপ্রত্যয়ী হওয়ার পথ দেখায় এই ডিসেম্বর। আমাদের আবার নতুন করে শপথ নেওয়ার সময় এসেছে, আমরা স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখবো। নিজস্ব ভূ-খণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা সমুন্নত রাখবো। ডিসেম্বর বিজয়ের মাসে আমরা স্মরণ করি জাতির সেসব বীর সন্তানদের, যারা এদেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। স্মরণ করি যুদ্ধে পবিত্র সম্ভ্রম হারানো মা-বোনদের। শ্রদ্ধা করি শহিদ, যুদ্ধাহত এবং সব বীর মুক্তিযোদ্ধাদের এবং আরো স্মরণ করি আমাদের রণাঙ্গনের সহযোদ্ধা বিপদের বন্ধু ভারতীয় সেনাবাহিনী তথা মিত্রবাহিনীকে।

যার ডাকে মুক্তিযুদ্ধে গেলাম অস্ত্র নিলাম জীবন দিলাম- যিনি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিলেন শ্যামল বাংলার স্বাধীনতার লাল সূর্য- ‍বিজয় মাসের ডিসেম্বরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু দি গ্রেট শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মুক্তিযুদ্ধের ইতিহাসে একাত্তরের এই বিজয়ের মাস ডিসেম্বর বাঙালির জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাঙালির জয় হোক, বাংলার জয় হোক, দেশ-বিদেশের সকল বাঙালি যেনো থাকে দুধে-ভাতে ও মাছে-ভাতে। জয়বাংলা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank