রোববার   ৩০ মার্চ ২০২৫ || ১৫ চৈত্র ১৪৩১ || ২৭ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে ‌১৫ বছর আন্দোলন করিনি: ব্যারিস্টার খোকন

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৩৮, ২৩ মার্চ ২০২৫

১০৫

মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে ‌১৫ বছর আন্দোলন করিনি: ব্যারিস্টার খোকন

মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। রোববার (২৩ মার্চ) চাটখিল পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার খোকন বলেন, জামায়াত ইসলামীসহ অন্যান্য দল বা আমাদের সঙ্গে কোনো মৌলবাদী থাকলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দিতে আমরা ১৫ বছর ধরে আন্দোলন করিনি। প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও যুদ্ধ হবে।

আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র দল বিএনপি যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। আর আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে। চাটখিলসহ বাংলাদেশের এমন কোনো উপজেলা-থানা বাকি নেই যেখানে মিথ্যা মামলা হয়নি। তাই বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ দল থাকবে, কি থাকবে না।

জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল নির্বাচন চায় না উল্লেখ করে ব্যারিস্টার খোকন আরও বলেন, আপনারা নির্বাচন চান নাতো, চানটা কি? আপনারা আসলে চান প্রফেসর ইউনূস সরকার শেখ হাসিনার মতো বিনা ভোটে ক্ষমতায় থাকুক, আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করে যাবেন। এই সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না। কারণ জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য, সরকার গঠনের জন্য।

চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank