রোববার   ১৯ জানুয়ারি ২০২৫ || ৫ মাঘ ১৪৩১ || ১৬ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরকার পতনের আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান: খোকন

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৩৩, ১৮ জানুয়ারি ২০২৫

৪২

সরকার পতনের আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর বলা যায়। তিনি ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক-ব্যাক বাংলাদেশ।’

শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটাবিরোধী আন্দোলন করেছিল। তারা ৩ তারিখে এক দফার আন্দোলনে গিয়েছিল, বিএনপি অনেক আগেই সরকার পতনের ১ দফার আন্দোলনে গিয়েছিল।

শেখ পরিবারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, শুধু দেশে নয়, শেখ পরিবারের লোকজন যেখানে গিয়েছে সেখানেই ক্যানসারের মত দুর্নীতি ছড়িয়ে পড়েছে। যার কারণে বিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে টিউলিপ। যাদের রক্তের মধ্যেই দুর্নীতি তারা দেশ থেকে বিলিয়ন-বিলিয়ন ডলার দুর্নীতির করেছে। ইতিমধ্যেই তিনশো বিলিয়ন ডলার দুর্নীতির তথ্য পেয়েছে এফবিআই। এসব দুর্নীতিতে পুতুল, সজিব ওয়াজেদ জয়সহ পুরো শেখ পরিবার ও তাদের এমপিরা অংশ নিয়েছে।
 
নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে কম্বল বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা প্রমুখ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত